Ankush Hazra-Oindrila Sen|| অপেক্ষা শেষ! সাত পাকে বাঁধা পড়ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, দিনক্ষণ পাকা হতেই নতুন পোস্ট নায়কের!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Ankush Hazra-Oindrila Sen Marriage: দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান। খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। শুক্রবার অঙ্কুশের সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনই ইঙ্গিত।
advertisement
1/8

*দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান। খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। শুক্রবার অঙ্কুশের সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনই ইঙ্গিত। ছবিঃ সংগৃহীত।
advertisement
2/8
*অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে শুভেচ্ছা জানাতে গিয়ে প্রথম অঙ্কুশ নিজে খুব তাড়াতাড়ি বিয়ে করতে ফেলতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন। ছবিঃ সংগৃহীত।
advertisement
3/8
*টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই বিয়ে হওয়ার কথা অঙ্কুশ-ঐন্দ্রিলার। ছবিঃ সংগৃহীত।
advertisement
4/8
*নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কোনও লুকোছাপা নেই জুটির। সম্প্রতি মালদ্বীপেও গিয়েছিলেন একান্তে সময় কাটাতে বলা ভাল প্রি হানিমুনে। সেখানে গিয়ে করোনা আক্রান্ত হন ঐন্দ্রিলা। তাঁকে সুস্থ করে দেশে ফেরেন অঙ্কুশ। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*এ দিকে, দু'জনে একসঙ্গে সংসার করার জন্য যা যা করা প্রয়োজন একে একে সবই করে ফেলেছেন তাঁরা। ফ্ল্যাট কিনেছেন, গাড়ি কনেছে। বাড়িতে নিয়ে এসেছেন ভালবাসার পোষ্যকে। ছবিঃ সংগৃহীত।
advertisement
6/8
*এ বারে বিয়ের পিঁড়িতে বসার জন্য সম্ভবত প্রস্তুত দু'জনে। তাই জন্য শুক্রবার দুপুরের এই পোস্ট। ছবিঃ সংগৃহীত।
advertisement
7/8
*এ দিন অঙ্কুশ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, "‘অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এ আমাদের পরিবারের অকটা অংশ হতে চলেছে। এটা সত্যিকারের স্বপ্নপূরণ’। সেখানেই অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য় টলি তারকারা। সঙ্গে কমেন্ট করতে দেখা গেল ঐন্দ্রিলাকেও। একটা লম্বা ইয়ে… ‘YAAAAAYYYYYYYY’ লিখে নিজের খুশি জাহির করেছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*অঙ্কুশের এই পোস্ট শেয়ার হতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। অনুরাগীদের ভালবাসার জোয়ারে ভাসছেন দু'জনে। ছবিঃ সংগৃহীত।