Sayantika Banerjee: কাজের ফাঁকেই 'পছন্দের বন্ধুদের' কাছে সায়ন্তিকা পৌঁছে গেলেন, সময় কাটালেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sayantika Banerjee: সায়ন্তিকা পৌঁছে গেলেন বাগবাজারে পশুপাখির হাটে। সেই হাটে গিয়ে পশুদের সঙ্গে ছবিও তুললনে সায়ন্তিকা।
advertisement
1/8

অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি যে আরও বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখেন তা তাঁর অনুরাগীরা জানেন। তিনি যে পশুপ্রেমী তাও সকলেরই জানা।
advertisement
2/8
এবার সায়ন্তিকা পৌঁছে গেলেন বাগবাজারে পশুপাখির হাটে। সেই হাটে গিয়ে পশুদের সঙ্গে ছবিও তুললনে সায়ন্তিকা।
advertisement
3/8
বাগবাজারের গালিব স্ট্রিটে প্রতি রবিবার বসে এই হাট। নানারকমের পাখিরে সম্ভার থাকে সেই হাটে। আর থাকে নানা রকমের কুকুর বিড়াল।
advertisement
4/8
সেই পোষ্যদের কোলে নিয়ে আদরও করেন সায়ন্তিকা। বহু ছবিও তোলেন মিষ্টি কুকুর ছানাদের সঙ্গে। তাঁর সঙ্গে এদিন পৌঁছে যান তৃণমূল নেতা কুণাল ঘোষও।
advertisement
5/8
এদিন বাগবাজার পশুপাখির হাট সমিতির উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত থাকতেই পৌঁছে গিয়েছিলেন সায়ন্তিকা।
advertisement
6/8
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আমার পছন্দের বন্ধুদের সাথে কাটানো কিছু মুহুর্ত"।
advertisement
7/8
সায়ন্তিকা অভিনয়ের পাশাপাশি ফিটনেসের ব্যাপারেও সচেতন। প্রায়ই জিম থেকে বহু ছবি আপলোড করেন তিনি। পাশাপাশি গিটারও বাজান সায়ন্তিকা।
advertisement
8/8
২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। প্রার্থী হিসেবেও দাঁড়ান। তবে পরাজিত হলেও মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি।