Rituparna Sengupta : ছেলের জন্মদিনে স্মৃতির পাতায় ডুব ঋতুপর্ণার! দূর থেকেই পাঠালেন শুভেচ্ছা, অদেখা ছবি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rituparna Sengupta : ছেলে অঙ্কন চক্রবর্তীর জন্মদিন ২৯ অগাস্ট। এই বিশেষ দিনে ছেলের প্রতি আবেগ, ভালবাসার কথা ইনস্টাগ্রামে শেয়ার করলেন ঋতুপর্ণা।
advertisement
1/9

ছেলে অঙ্কনের জন্মদিন। আর তাই যেন হঠাৎই টাইম মেশিনে চড়ে অনেকগুলো বছর পেছনে চলে গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছেলে তখন অনেক ছোট। সারাক্ষণ তাঁকে দুচোখে আগলে রাখতেন ঋতুপর্ণা। সময় কাটাতেন, খেলতেন। আদরে ভরিয়ে দিতেন তাকে। রবিবার ছেলের জন্মদিনের দুপুরে সেই দিনগুলোই যেন চোখের সামনে ভাসছে ঋতুর।
advertisement
2/9
ছেলে অঙ্কন চক্রবর্তীর জন্মদিন ২৯ অগাস্ট। এই বিশেষ দিনে ছেলের প্রতি আবেগ, ভালবাসার কথা ইনস্টাগ্রামে শেয়ার করলেন ঋতুপর্ণা। যে ছবির পাতায় পাতায় উঁকি দিচ্ছে স্মৃতির আলেখ্য।
advertisement
3/9
প্রত্যেকটি ছবিতেই আটকে আছে অঙ্কনের শৈশবের এক একটি বিশেষ বা অতি সাধারণ মুহূর্ত। মা ঋতুপর্ণার কাছে যা অনেকটাই দামি সম্পদের মতোই গুরুত্বপূর্ণ।
advertisement
4/9
ছবিগুলির সঙ্গেই ছেলের উদ্দেশে ঋতুপর্ণা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার প্রিয় পুত্র ... তোমার সুন্দর শৈশবের সেই দিনগুলো আমি সহজে ভুলতে পারব না .. তোমার জন্মের পর আমেরিকার ক্যামিসোলে তোমাকে জড়িয়ে রাখার সেই নিষ্পাপ স্মৃতিগুলো। তুমি এখন বড় হয়েছ। কিন্তু আমি নিজেকে সেই সুন্দর স্মৃতিগুলোর মধ্যেই জড়িয়ে রেখেছি। তোমার জন্মদিন খুব ভালো কাটুক এবং চমৎকার একজন মানুষ হও ....... মা।'
advertisement
5/9
এই মুহূর্ত ছবির শ্যুটিংয়ে হিমাচল প্রদেশে রয়েছেন ঋতুপর্ণা।
advertisement
6/9
এই মুহূর্ত ছবির শ্যুটিংয়ে হিমাচল প্রদেশে রয়েছেন ঋতুপর্ণা। তবে ঋতুর ছেলে অঙ্কন থাকেন সিঙ্গাপুরে। সেখানেই পড়াশোনা করছে অঙ্কন। বাবা সঞ্জয় চক্রবর্তী কর্মসূত্রে সিঙ্গপুরেই থাকেন। সেখানে তাঁর একটি কোম্পানি রয়েছে বলে জানা যায়। ঋতুপর্ণা সঞ্জয়ের বিয়ে হয় ১৯৯৯ সালে।
advertisement
7/9
তবে শুধু ছেলে নয়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের একটি মেয়েও রয়েছে, নাম ঋষণা নিয়া চক্রবর্তী। গত ১২ মে ঋষণার জন্মদিনেও তাঁকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
8/9
কর্মসূত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতাতে থাকলেও তাঁর স্বামী ও দুই সন্তান সিঙ্গাপুরেই থাকেন। কাজের ফাঁকে তাই সুযোগ পেলেই সিঙ্গাপুরে ফিরে যান অভিনেত্রী। সেখান তাঁকে স্বামী ও দুই সন্তানের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। করোনাকালে সিঙ্গাপুরেই বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ঋতু।
advertisement
9/9
তবে এবার সংক্রমণের ঢেউ কিছুটা কমতেই ফিরেছেন কাজে। কখনও মুম্বই, কখনও কলকাতা আবার কখনও হিমাচল। ছুটে বেড়াচ্ছেন অভিনেত্রী। আর তাঁরই ফাঁকে দূরে থেকেও ইথার তরঙ্গে ছুঁয়ে থাকছেন পরিবারকে।