Ritabhari Chakraborty: দড়ির মতো পাকানো স্বচ্ছ অন্তর্বাস, ঋতাভরীর নতুন জীবনের শুরু, টি-টাউনে ব্যাপক গুঞ্জন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
পরনে দড়ির মতো পাকানো স্বচ্ছ অন্তর্বাস। শরীর যেন চাবুক। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর নতুন ছবি পুরুষ হৃদয়ে ঝড় তোলার জন্য যথেষ্ট।
advertisement
1/6

*পরনে দড়ির মতো পাকানো স্বচ্ছ অন্তর্বাস। শরীর যেন চাবুক। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর নতুন ছবি পুরুষ হ্রিদয়ে ঝড় তোলার জন্য যথেষ্ট। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/6
*টলি ইন্ডাস্ট্রির অবেদনময়ী প্রথম সারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যার ফ্ল্যাট অ্যাবস, মেদহীন ছিপছিপে কোমরের উষ্ণতায় ক্লিন বোল্ড দর্শকরা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/6
*সেই ঋতাভরীই এ বারে তাঁর নতুন জীবনের শুরুর ইঙ্গিত দিলেন। চূড়ান্ত সাহসী একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'নতুন জীবন শুরুর প্রথম দিন।" যে পোস্ট ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/6
*যদিও এ নিয়ে নায়িকা কিছুই খোলসা করেননি। তবে অনুমান, অস্ত্রোপচারের পরে আবার পুরনো রুটিনে ধীরে ধীরে ফিরছেন তিনি। চিকিৎসকরা তাঁকে স্বাভাবিক জীবনে ফেরার অনুমতি দিয়েছেন। আর তারপরেই তাঁর টোনড ফিগার ফিরে পাওয়ার জন্য ওয়ার্কআউট শুরু করেছে, যা তাঁর কাছে নতুন জীবনের শুরু। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/6
*উল্লেখ্য, দিন কয়েক আগে শহরের এক বেসরকারি হাসপাতালে ঋতাভরীর ফিসচুলা অস্ত্রোপচার হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এতদিন তাঁকে সেভাবে কোনও শুটে বা বাইরে যেতে দেখা যায়নি। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/6
*অস্ত্রোপচারের পরে ঋতাভরীর মা শতরুপা সান্যাল জানিয়েছিলেন, দীর্ঘ সাত মাস ধরে সাংঘাতিক যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়ের দিন কাটছিল। বাধ্য হয়েই অস্ত্রোপচার করেন। ছবিঃ ইনস্টাগ্রাম।