ভালোবাসায় বিশ্বাস করলেও সমস্যা একটাই, নিখিলকে উদ্দেশ্য করেই কি পোস্ট নুসরতের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
নুসরত সেই পোস্টে জানান, তিনি এখনও ভালোবাসায় বিশ্বাস করলেও মানুষকে বিশ্বাস করতে তাঁর অসুবিধা হয়।
advertisement
1/6

নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের ভাটা পড়েছে অভিনেত্রী নুসরাত জাহানের, এ কথা সকলেরই এখন জানা। বিয়ের দেড় বছর হতেই সম্পর্কে কালো মেঘ নেমে এসেছে। সম্প্রতি নুসরত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন। যা দেখে নেটিজেনদের আন্দাজ, নিখিলকে উদ্দেশ্য করেই তিনি এই পোস্ট করেছেন।
advertisement
2/6
নুসরত সেই পোস্টে জানান, তিনি এখনও ভালোবাসায় বিশ্বাস করলেও মানুষকে বিশ্বাস করতে তাঁর অসুবিধা হয়। অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "আমি এখনও ভালোবাসায় বিশ্বাস করি। কিন্তু মানুষকে বিশ্বাস করার জন্য এটা আমার কঠিন সময়।"
advertisement
3/6
নুসরতের এই পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়েছে।২০১৯ এর ১৯ জুন সাত পাকে বাঁধা পড়েছিলেন দুজনে। সেই সময়ে দুজনের বিয়ে ছিল টলিপাড়ার চর্চার বিষয়। রিসেপশনে প্রায় গোটা টলিউডও উপস্থিত ছিল।
advertisement
4/6
দুজনেই সোশ্যাল মিডিয়ায় একের পরে এক অন্তরঙ্গ ছবি দিয়ে কাপল গোল তৈরি করেছিলেন নুসরত ও নিখিল। সেই সম্পর্কেই দাঁড়ি টানতে চলেছেন দুজনে। তবে কী কারণে এই দূরত্ব তা নিয়ে মুখ খোলেননি কেউই।
advertisement
5/6
কিন্তু পরস্পরের উদ্দেশে দুজনেই সোশ্যাল মিডিয়ায় নানা রকমের পোস্ট করেন নিখিল ও নুসরত। অন্তত নেটিজেনদের তেমনই ধারণা। পাশাপাশি টলি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই।
advertisement
6/6
মনে করা হচ্ছে এই লাভ ট্রায়াঙ্গালের জন্যই নাকি প্রেমে ইতি টানছেন নিখিল নুসরত। তবে সেই ব্যাপারেও কেউই কোনও মন্তব্য করেননি। যশ ও নুসরতের মধ্যে রাজনৈতিক আদর্শগত পার্থক্যও রয়েছে। যশ দাশগুপ্ত এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন।