Adrit Roy Wedding|| বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন 'মিঠাই'-র 'উচ্ছেবাবু'! চিনে নিন আদৃতর হবু স্ত্রীকে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Mithai Actor Adrit Roy marriage: পরিণতি পাবে দীর্ঘ ১০ বছরের প্রেম। টেলি পাড়ায় গুঞ্জন চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘মিঠাই’-র সিদ্ধার্থ তথা 'উচ্ছেবাবু' আদৃত রায়।
advertisement
1/6

*পরিণতি পাবে দীর্ঘ ১০ বছরের প্রেম। টেলি পাড়ায় গুঞ্জন চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘মিঠাই’-র সিদ্ধার্থ তথা 'উচ্ছেবাবু' আদৃত রায়। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
2/6
*টালিগঞ্জে কান পাতলেই শোনা যাচ্ছে ২০২১ সালের নভেম্বরেই বসবে বিয়ের আসর। পাত্রী এক দশকের প্রেমিকা সুপ্রিয়া। উল্লেখ্য, দিতিপ্রিয়া রায়ের সঙ্গেও আদৃতের নাম জড়িয়ে তুমুল গুঞ্জন উঠেছিল। কিন্তু তা ধামাচাপা পড়ে গিয়েছে সময়ের নিয়মে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/6
*অভিনেতা সাধারণত নিজের ব্যক্তিগত জীবন আড়ারে রাখতেই পছন্দ করেন। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট নেই। ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু, তাতেও অ্যাক্টিভ নন তিনি। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/6
*বাংলা টেলিভিশনে বর্তমানে এক নম্বর শো-য়ের নায়ক আদৃত। ‘মিঠাই’য়ের সিদ্ধার্থ এখন বঙ্গনারীদের হার্টথ্রব। ফলে, অভিনেতার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বহু মেয়ের মন ভেঙেছে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/6
*টলিপাড়া সূত্রে খবর, দীর্ঘ দশ বছর ধরে হবু স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ আদৃত। প্রেমিকা সুপ্রিয়ার পরিবারের সঙ্গেও আদৃতের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। আদৃতের হবু শ্বশুরমশাই মুম্বইয়ের নামী আর্ট ডিরেক্টর। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/6
*তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি আদৃত। প্রেমিকার সঙ্গে কোনও ছবিও নেটমাধ্যমে পোস্ট করেন না তিনি। তবে সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর জন্মদিনে প্রেমিকাকে নিয়ে উপস্থিত হন। অনামিকাই আদৃতর হবু স্ত্রীর ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ছবিঃ সোশ্যাল মিডিয়া।