TRENDING:

Ankush-Oindrila in Maldives: শরীরী আবেদনে মাত করছেন ঐন্দ্রিলা, অন্তর্বাসে ধরা দিলেন নায়িকা

Last Updated:
উন্মুক্ত উরু, হট রেড অন্তর্বাস....বালি মাখা শরীরে মালদ্বীপের বিচে পোজ দিলেন নায়িকা ঐন্দ্রিলা ।
advertisement
1/7
শরীরী আবেদনে মাত করছেন ঐন্দ্রিলা, অন্তর্বাসে ধরা দিলেন নায়িকা
• ধারাবাহিকের সেই মিষ্টি পাশের বাড়ির মেয়ের ইমেজটা আর নেই । তিনি এখন সেক্সি, আবেদনময়ী, বোল্ড । সুদূর মালদ্বীপে টলি-নায়িকা ঐন্দ্রিলা সেনের ছুটি কাটানোর ছবি দেখে এমনই তাক লেগে যাচ্ছে নেটিজেনদের । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
2/7
• টলিউডের ফ্যাব জুটি বলা হয় তাঁদের । বহু বছর ধরেই সম্পর্কে রয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলা । জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন দর্শকদের কাছেও ভীষণ জনপ্রিয় । শোনা যাচ্ছে, সম্প্রতি বিয়ের তোড়জোড়ও শুরু করেছেন জুটিতে । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
3/7
• এ বার তাঁরা উড়ে গেলেন সুদূর মালদ্বীপে । বিয়ের আগেই প্রি-হনিমুন সারতে । কপোত-কপোতীর অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই জনপ্রিয় সি-বিচ ডেস্টিনেশনে বেড়াতে যাওয়ার । অবশেষে সেই স্বপ্ন বাস্তবের রূপ দেখেছে । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
4/7
• কিছুদিন আগেই ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি । এই স্টেটাস দেখে অনেকেই অনেক কিছু অনুমান করেছিলেন । তবে তিনি যে এ রকম কিছু চমক দিতে চলেছেন তা বোধহয় কেউ আন্দাজ করেননি । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
5/7
• মালদ্বীপের নীল জলরাশি, দিগন্ত ছাড়ানো সমুদ্র আর আকাশের মেলবন্ধন, তার সঙ্গে বিলাসবহুল হোটেলে রাজকীয় আপ্যায়ন, সবমিলিয়ে সময়টা দারুণ কাটছে দু’জনের । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
6/7
• মালদ্বীপ থেকে একের পর এক হট কেক পরিবেশ করে চলেছেন ঐন্দ্রলা । কখনও স্যুইমস্যুটে, কখনও বোল্ড পোশাকে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
7/7
• অঙ্কুশও কম যান না । বান্ধবীর সঙ্গে পাল্লা দিয়ে তরুণীদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন তিনিও । ছবি-- ইনস্টাগ্রাম ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ankush-Oindrila in Maldives: শরীরী আবেদনে মাত করছেন ঐন্দ্রিলা, অন্তর্বাসে ধরা দিলেন নায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল