Nusrat Jahan| Baby Boy|| দিনরাত না ঘুমিয়েও মুখে হাসি! ছেলেকে আগলে 'নতুন মা' নুসরত, মুহূর্তে ভাইরাল প্রথম ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan's First Selfie after Baby Birth: আজ সকালে নুসরত মা হওয়ার পরে কেমন আছেন, কীভাবে সময় কাটাচ্ছেন ছোট্ট ঈশানের সঙ্গে, তা জানিয়েছেন, শেয়ার করেছেন ঘরের ছবি, মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবি।
advertisement
1/5

*সোমবার ঈশানকে নিয়ে হাসপাতাল থেকে বালিগঞ্জের বাড়িতে ফিরেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে ফেরেন অভিনেতা যশ দাশগুপ্ত। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/5
*হাসপাতাল থেকে ফিরেই অভিনেত্রী একটি ছবি পোস্ট করেন। তবে তা যে কোনও ফটোশ্যুটের, তা বোঝা যাচ্ছিল। কিন্তু আজ সকালে নুসরত মা হওয়ার পরে কেমন আছেন, কীভাবে সময় কাটাচ্ছেন ছোট্ট ঈশানের সঙ্গে, তা জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/5
*ছবিতে বাড়ির পোশাকে নো-মেকআপ লুকে নুসরতকে ছেলের 'বেবি কট' আগলাতে দেখা গিয়েছে। সেখানে বসেই সেলফি তুলেছেন এবং সময় নষ্ট না করে ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/5
*ছবির নিচে অভিনেত্রী লিখেছেন, 'নিদ্রাহীন দিনরাত'। অর্থাৎ, না ঘুমিয়ে দিন কাটছে তাঁর। নুসরত ছবি শেয়ার করতেই, অন্যান্য সময়ের মতো এবারেও ভাইরাল হয়ে গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/5
*আজ ঈশানের আট দিন বয়স হল। গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা নাগাদ অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন পার্কস্ট্রিটের একটি নামি বেসরকারি হাসপাতালে। বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছবি: ইনস্টাগ্রাম। ছবি: ইনস্টাগ্রাম।