advertisement
1/5

প্রথম বাহুবলি প্রশ্ন রেখেছিল কাটাপ্পা বাহুবলিকে কেন মারল, উত্তর পাওয়া গেল বাহুবলি দ্বিতীয়তে ৷ আপনি ভাবলেন সব শেষ ৷ তবে পরিচালক কিন্তু ততদিন অন্যগল্প ভেবে ফেলেছেন ৷ কারণ, বাহুবলির মতো চরিত্রকে কী এত সহজে ছেড়ে দেওয়া যায় ? হলোও না তেমন ৷ এবার বাহুবলি ৩ এসে হাজির ৷
advertisement
2/5
একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বাহুবলি ৩ আসছে তা একেবারে নিশ্চিত করেছেন পরিচালক এস রাজামৌলি। তবে তৃতীয় পর্ব বড় পর্দায় নয়, মুক্তি পাবে নেটফ্লিক্সে।
advertisement
3/5
সম্প্রতি নেটফ্লিক্সের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নতুন বাহুবলি-র নাম— ‘বাহুবলী: বিফোর দ্য বিগিনিং’। জানা গিয়েছে, এই ছবির গল্প শিবগামীর চরিত্র ঘিরে। তার উত্থানের সঙ্গে সঙ্গে মাহিষ্মতির প্রতিপত্তিই এই ছবির প্রধান রসদ।
advertisement
4/5
৯ টি এপিসোডের এই বাহুবলি সিরিজে মূলত থাকবে শিবগামীর গল্প ৷ আনন্দ নীলকন্টনের গল্প দ্য রাইজ অব শিবগামী থেকে তৈরি হচ্ছে চিত্রনাট্য ৷
advertisement
5/5
নেটফ্লিক্সের বাহুবলিতে শিবগামীর চরিত্রে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে ৷ ছবিতে রাহুল বোস ও অতুল কুলকার্নিকেও। পরিচালক রাজামৌলি জানিয়েছেন ২০১৯-এই মুক্তি পাবে ‘বাহুবলী: বিফোর দ্য বিগিনিং’।