advertisement
1/7

প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বিনোদন এক ঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায়ই হল দৈনিক ধারাবাহিক ৷ জনপ্রিয়তার শীর্ষে থাকা প্রতিটি টেলি ধারাবাহিকই পরিপূর্ণ করেছে জীবনের নানা রঙের দিনগুলি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/7
প্রতিদিনের ওঠা পড়ার জীবনে শ্যামার জীবন সংগ্রাম প্রতিটি বাধা বিপত্তি নিমেষেই জয় করেছে সে ৷ সেই অর্থে কৃষ্ণকলি শ্যামাকে জয়াও বলা যেতে পারে ৷ দৈনিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ধারাবাহিক কৃষ্ণকলি CS 15 + শহরের দর্শকদের কাছে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে ৷ টিভিআর ১০.৯, সূত্র বার্ক ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/7
মায়ের করুণায় জীবন যখন পরিপূর্ণ তখনই জীবনে নেমে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি ৷ এই সপ্তাহে ২ নম্বরে রয়েছে করুণাময়ী রাণী রাসমণি ৷ CS 15 + এ প্রবল জনপ্রিয়, টিভিআর ৯.২, সূত্র বার্ক ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/7
জীব জ্ঞানে শিবপুজোই মানুকে সন্ধান দেয় অমৃতলোকের ৷ এই সপ্তাহের জয় বাবা লোকনাথের টিভিআর ৮.৪, সূত্র বার্ক ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/7
ভালবাসার রূপকথা ফাগুন বউ এই সপ্তাহে রয়েছে ৪ নম্বরে ৷ টিভিআর ৮.২, সূত্র বার্ক ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/7
দেবীর স্পর্শে পূর্ণ হোক এই জীবনের নিবেদন দেবী চৌধুরাণী রয়েছে ৪ নম্বরে ৷ টিভিআর ৭.৭, সূত্র বার্ক ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/7
ভালবাসার রূপকথা না সম্পর্কের টানাপোড়েন ? এই নিয়েই সুপারহিট আরও এক সপ্তাহে টিভিআরে উঠে এসেছে জনপ্রিয় সব ধারাবাহিক ৷ ছবি সংগৃহীত ৷