Bollywood Gossip: 'শাহরুখকে সহ্য হয় না', তাও কেন জড়িয়ে ধরেছিলেন সানি? বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: শাহরুখ খানকে যে মোটেই পছন্দ করেন না সানি দেওল, তা আবারও জনসমক্ষে স্বীকার করলেন অভিনেতা৷
advertisement
1/6

বলিউডের বাদশা শাহরুখ খানকে পছন্দ করেন না এমন লোকের সংখ্যা মনে হয় হাতে গোনা৷ তবে এটা জানেন ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা রয়েছেন যিনি মোটেই পছন্দ করেন না শাহরুখ খানকে৷ নামটা শুনে অবাক হলেও এটাই সত্যি৷
advertisement
2/6
সালটা ১৯৯৩৷ ডর ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান ও সানি দেওল৷ তারপর থেকেই দীর্ঘ দিনের দূরত্বর শুরু৷ তবে অভিমানের বরফ গলেছে বলে মনে হয়েছিল দিনকয়েক আগে৷
advertisement
3/6
সানি দেওলের 'গদর ২' ছবি সাফল্য উদযাপনে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান৷ সেখানে শাহরুখকে ক্যামেরার সামনে জড়িয়ে ধরেছিলেন সানি দেওল৷ তবে মাস কয়েক ঘুরতে না ঘুরতে ফের পুরনো ছন্দে ফিরলেন সানি৷
advertisement
4/6
শাহরুখ খানকে তিনি যে মোটেই পছন্দ করেন না, তা আবারও জনসমক্ষে স্বীকার করলেন অভিনেতা৷ সম্প্রতি 'কফি উইথ করণ'-এর সিজন ৮-এর দ্বিতীয় পর্বে এসেছিলেন সানি৷ সেখানেই এমন স্বীকারোক্তি তারকার৷
advertisement
5/6
করণ জোহরের এক প্রশ্নের উত্তরে সানি বলেন, 'শাহরুখ খুব পরিশ্রমী একজন শিল্পী৷ তবে তিনি যেভাবে অভিনেতাদের পণ্যে পরিণত করেছে৷ সেটা আমার একেবারেই পছন্দ নয়৷' যা শুনে রীতিমতো হতবাক হয়েছেন করণ জোহর নিজেই৷
advertisement
6/6
শাহরুখ ও সানির পুরনো তিক্ততার কথা সকলেরই জানা৷ তবে সানি শো-তে দাবি করেন শাহরুখের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা মিটিয়ে ফেলেছেন৷ কিন্তু সানির এই মন্তব্যের পর ফের জলঘোলা শুরু হয়েছে৷ তবে কি ক্যামেরার সামনে পুরোটাই নাটক ছিল? উঠছে প্রশ্ন৷