Subhashree Ganguly: একমাসের ইয়ালিনিকে রেখে কোথায় গেলেন শুভশ্রী! তাঁর ছবি দেখে তোলপাড় নেটদুনিয়া
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ইউভান ও তাঁর বোনের সব দায়িত্ব শুভশ্রীর কাঁধে। কিন্তু তাঁর মধ্যেই জমিয়ে চলছে বাবলি হয়ে ওঠার প্রস্তুতি। ইয়ালিনিকে বাড়িতে রেখেই বাবলির লুক সেট করতে তিনি হাজির হন।
advertisement
1/8

শুভশ্রী গঙ্গোপাধ্যায় কোলে এসেছে মেয়ে ইয়ালিনি, একমাস হয়েছে সবে। ইউভান ও তাঁর বোনের সব দায়িত্ব অভিনেত্রীর কাঁধে। কিন্তু তাঁর মধ্যেই জমিয়ে চলছে বাবলি হয়ে ওঠার প্রস্তুতি। ইয়ালিনিকে বাড়িতে রেখেই বাবলির লুক সেট করতে তিনি হাজির হন।
advertisement
2/8
কখন স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে মুভি ডেট তো কখন পাটায়া ভ্রমন। আবার কখন চুল কেটে একেবারে নতুন অবতারে ধরা দিচ্ছেন তিনি।
advertisement
3/8
মা হবার আগেও তিনি নিজেকে সুস্থ রাখতে কখনও ব্যায়াম, তো কখনও রূপচর্চা সবটাই করেছেন। পাশাপাশি করেছেন শ্যুটিংও।
advertisement
4/8
তবে সেই সময় অভিনেত্রীকে সিরিজ বা সিনেমায় সেভাবে দেখা যায়নি। তাই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে সকলকে অবাক করে বছরের শুরুতেই রাজ সকলকে দিয়েছেন দারুণ খবর।
advertisement
5/8
বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে আসছে বাবলি’। সেখানেই মূল চরিত্রে দেখা যাবে নায়িকাকে। তাঁর বিপরীতে থাকবেন আবির চট্টোপাধ্যায়।
advertisement
6/8
কিছুদিন আগে স্ক্রিপ্টের ছবি নিজের ইস্ট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করে ছিলেন নায়িকা। আর এবার ‘বাবলি’র লুক সেট করতে গেলেন শুভশ্রী।
advertisement
7/8
খোলা চুলে একদম নো-মেক আপ লুকেই হাজির হয়েছিলেন অভিনেত্রী। পরনে ছিল সাদা কুর্তা। বাবলির লুক সেটের ফাঁকে নিজের ছবি তুলে শেয়ার করে নিলেন তাঁর ইন্সট্রা স্টোরিতে।
advertisement
8/8
সেখানে তিনি মুখের দাগ একদমই লোকানোর চেষ্টা করেনি। পাশাপাশি গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নায়িকা। কেমন আছে একরত্তি ? প্রশ্ন শুনে শুভশ্রী উত্তর দেয়, " ইয়ালিনি ভাল আছে’। পাশাপাশি ইউভানেও যে ভাল আছে তা জানান।