Sourav Das: বিয়ের ঠিক আগেই প্রাক্তন অনিন্দিতার সঙ্গে হঠাৎ দেখা হল সৌরভের... কথা হল কি?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Das: অনিন্দিতা বসুর সঙ্গে বহু দিন আগেই সৌরভের সম্পর্ক ভেঙেছে। কিন্তু তাঁদের বিচ্ছেদে ছিল না তিক্ততার রেশ।
advertisement
1/7

চলতি মাসের ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। পাত্র, টলিউডেরই অভিনেতা সৌরভ দাস। টলিউডে তিনি মন্টু পাইলট বলেই পরিচিত৷ জনপ্রিয় এই ওয়েব সিরিজটি বেশ হিট করেছিল৷
advertisement
2/7
পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে।
advertisement
3/7
অনিন্দিতা বসুর সঙ্গে বহু দিন আগেই সৌরভের সম্পর্ক ভেঙেছে। আলাদা হয়েছে দু'জনের পথ। কিন্তু তাঁদের বিচ্ছেদে ছিল না তিক্ততার রেশ। তাই বোধ হয় আজও সৌরভের ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে তাঁর প্রাক্তনের ছবি। আবার সন্দীপ্তার বিয়েতে হঠাৎ দেখা তাঁদের৷
advertisement
4/7
বেনারসি পান নিয়ে ক্য়ামেরার সামনে ধরা দিলেন সৌরভ দাস৷
advertisement
5/7
এসেছিলেন সৌরভের প্রাক্তন প্রেমিকা অনিন্দিতা বসুও৷ নবদম্পতির সঙ্গে পোজ দিলেন তিনি৷ সঙ্গে ছিলেন রাজদীপ৷
advertisement
6/7
সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সোম্যর বিয়ের আসর। দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। বরের সাজেও ছিল অভিনবত্বের ছোঁয়া। হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতি পরেছেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা।
advertisement
7/7
একই দিনে হয়েছে বিয়ে আর রিসেপশন৷ বিয়ের এক ঘণ্টার পরই হয় রিসেপশন৷