Noble: ছিঃ ছিঃ! প্রকাশ্যে ফেসবুকে 'পর্ন' ভিডিও পোস্ট, নোবেলের কীর্তি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Noble: আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন নোবেল৷ সম্প্রতি গায়কের ফেরিভায়েড ফেসবুক প্রোফাইলে স্টোরি দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের৷
advertisement
1/5

বাংলাদেশের গায়ক নোবেলকে নিয়ে তর্জার শেষ নেই৷ প্রতিদিনই নতুন নতুন বিতর্কে নাম জড়াচ্ছে গায়কের৷ আসলে বিতর্ক কোনওমতেই পিছু ছাড়ছে না নোবেলের৷
advertisement
2/5
আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন নোবেল৷ সম্প্রতি গায়কের ফেরিভায়েড ফেসবুক প্রোফাইলে স্টোরি দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের৷ প্রকাশ্যেই অশালীন কাজ করে চলেছেন তিনি৷
advertisement
3/5
সোশ্যাল মিডিয়ার পাতায় কখন নোংরা ছবি পোস্ট তো কখনও আবার ভিডিও পোস্ট হয়েছে৷ এমনকি পর্ন ভিডিও কিছুও অংশও দেখা গিয়েছে৷ এই পোস্ট ভাইরাল হতেই চরম কটাক্ষের মুখে পড়েছেন গায়ক৷
advertisement
4/5
নোবেলের এই আচরণে বেজায় চটেছেন সাইবারবাসী৷ ফেসবুকে প্রকাশ্যে এমন কাজ কীভাবে করা যায়, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন৷ একাধিক কমেন্টে ভরেছে নেটদুনিয়ার পাতা৷
advertisement
5/5
নেটিজেনদের একাংশ মনে করছেন, নোবেল এটা ইচ্ছা করে করেনি৷ হয়তো তাঁর প্রোফাইল হ্যাক হয়েছে৷ তবে কেউ কেউ বলছেন,বিষয়টা একেবারেই তা নয়, এটা পুরোপুরি ইচ্ছা করেই করেছে নোবেল৷ তবে পুরো বিষয়টি নিয়ে এখনও স্পিকটি নট নোবেল৷