অল্প পোশাকে ছবি শেয়ার করে ইন্টারনেটে শোরগোল ফেললেন শামা সিকন্দর
Last Updated:
advertisement
1/6

ইনস্টাগ্রাম ব্যাপারটা যেন জলভাত করে ফেলেছেন বিনোদন পাড়ার লোকজন ৷ আর অন্যদিকে নেটিজেনরা যেন চুপটি করে বসে থাকেন অভিনেতা-অভিনেত্রীদের পোস্ট নিয়ে ট্রোল করার জন্য ৷ সম্প্রতি এরকমই ঘটনা ঘটল টিভি অভিনেত্রী শামা সিকন্দরের সঙ্গে ৷ Photo Credit: Instagram
advertisement
2/6
প্রায় উন্মুক্ত হয়েই, অল্প পোশাকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন শামা ৷ ব্যস, শুরু শোরগোল ৷ Photo Credit: Instagram
advertisement
3/6
চলছে রমজান মাস ৷ আর রমজান মাসে কীভাবে শামা এরকম ছবি পোস্ট করতে পারেন, তা নিয়ে ইন্টারনেটে দুনিয়ায় শুরু হয় গণ্ডগোল ৷ Photo Credit: Instagram
advertisement
4/6
শামা জানিয়েছেন, আমার কাজ অভিনয় ৷ আর আমি যা করেছি তা একেবারেই আমার কাজের জন্য ৷ Photo Credit: Instagram
advertisement
5/6
শামা প্রথম থেকেই বড্ড বিন্দাস ৷ তাই তার ছবি পোস্ট করা নিয়ে নেটিজেনরা যে ট্রোল করেছেন, তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় তিনি ৷ Photo Credit: Instagram
advertisement
6/6
আপাপত শামা ব্যস্ত রয়েছেন তাঁর নতুন এক বলিউডি ছবির শ্যুটিংয়ে ৷ Photo Credit: Instagram