Shah Rukh Khan-Nayanthara: নায়িকা নয়নতারার প্রেমে হাবুডুবু শাহরুখ! চর্চা শুরু হতেই 'বাদশা'র সপাট জবাব
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan-Nayanthara: দক্ষিণী ছবির অভিনেত্রীর সঙ্গে নয়নতারার সঙ্গে প্রথম অভিনয় করলেন শাহরুখ খান। সৌজন্যে আতলীর 'জওয়ান'।
advertisement
1/5

নায়িকাদের সঙ্গে তাঁর রসায়ন বরাবরই চর্চার রসদ জোগায়। পর্দার প্রেমও যেন জীবন্ত হয়ে ওঠে তাঁর জাদুকাঠির ছোঁয়ায়। তিনি শাহরুখ খান। দক্ষিণী ছবির অভিনেত্রীর সঙ্গে নয়নতারার সঙ্গে প্রথম অভিনয় করলেন তিনি। সৌজন্যে আতলীর 'জওয়ান'।
advertisement
2/5
পর্দায় শাহরুখ-নয়নতারার রসায়ন কেমন হবে? তা নিয়ে চর্চার শেষ নেই। এক অনুরাগী ট্যুইটারে প্রশ্নই করে বসেন, 'আপনি কি নয়নতারা ম্যামের উপর লাট্টু হয়েছেন?' অর্থাৎ শাহরুখ তাঁর নায়িকার প্রেমে পড়েছিলেন কি না, প্রকারান্তরে সেই প্রশ্নই করেছেন তিনি।
advertisement
3/5
স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ততায় উত্তর দিয়েছেন 'বাদশা'। অনুরাগীর উদ্দেশ্যে মজার সুরে তিনি লেখেন, 'চুপ করো। ও দুই বাচ্চার মা। হাহা।'
advertisement
4/5
শাহরুখের এ হেন উত্তরে হাসি আটকাতে পারেননি অনুরাগীরা। নয়নতারার প্রেমে শাহরুখ পড়েননি ঠিকই, তবে একসঙ্গে কাজের সূত্রে দৃঢ় বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের। নয়নতারার বিয়েতেও উপস্থিত হয়েছিলেন অভিনেতা।
advertisement
5/5
'জওয়ান'-এ পুরোদস্তুর অ্যাকশন হিরো হিসেবে ধরা দেবেন শাহরুখ। শোনা যাচ্ছে, ছবির অ্যাকশন দৃশ্যগুলি শ্যুটের জন্য খরচ হয়েছে ১৭ কোটি টাকা। চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।