Bollywood Scam: স্ত্রী থাকা সত্ত্বেও প্রেমিকার সঙ্গে ‘সহবাস’!বিয়ের আগেই গর্ভবতী হন এই নায়িকা, কে এই রহস্যময়ী
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Bollywood Scam: কেরিয়ারের উজ্জ্বলতম সময়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে৷ কিন্তু হঠাৎই তাঁর মৃত্যুও তুলেছিল তীব্র বিতর্ক৷ সব মিলিয়ে তাঁর গোটা জীবনটাই ছিল বিতর্কের কেন্দ্রে৷
advertisement
1/7

এই নায়িকাকে নিয়ে আলোচনার শেষ হয়নি কোনওদিনই৷ কেরিয়ারের উজ্জ্বলতম সময়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে৷ কিন্তু হঠাৎই তাঁর মৃত্যুও তুলেছিল তীব্র বিতর্ক৷ সব মিলিয়ে তাঁর গোটা জীবনটাই ছিল বিতর্কের কেন্দ্রে৷
advertisement
2/7
তিনি ছিলেন দেশের অন্যতম ক্রাশ৷ যখন তিনি বিয়ের পিড়িতে বসেন, তখন গোটা দেশই চমকে গিয়েছিল৷ কারণ, তাঁর সম্পর্ক যাঁর সঙ্গে তৈরি হয়েছিল, সেই সমীকরণ দেখেও অনেকে চমকে গিয়েছিলেন৷
advertisement
3/7
কিন্তু এই তারকা, যাঁর সঙ্গে বিবাহ হয়েছিল এই নায়িকার, তাঁরও আগে একটি বৈবাহিক সম্পর্ক ছিল৷ কিন্তু অবাক করা কথা হল, সেই সময়েই গর্ভবতী হয়ে পড়েছিল এই নায়িকা৷ আর তাতেই ক্রমে জটিল হয়েছিল পরিস্থিতি৷
advertisement
4/7
বলি প্রযোজক বনি কাপুরের প্রথম স্ত্রীয়ের নাম ছিল মোনা কাপুর৷ বনি ও মোনার সম্পর্ক ভালই ছিল৷ আর মোনা ও শ্রীদেবীর সম্পর্ক ভালই ছিল৷ তাঁদের ছিল গলায় গলায় সম্পর্ক৷ এমনকী, শ্রীদেবী থাকতেন বনির বাড়িতেই৷
advertisement
5/7
মোনা আর বনির পরিবারে দীর্ঘসময় থাকতেন শ্রীদেবী৷ সেই সময় ভাই-বোনের মতো সম্পর্ক ছিল বনি কাপুর ও শ্রীদেবীর৷ সেই সময় বনিকে ভাই হিসাবে রাখিও বেঁধেছিলেন শ্রীদেবী৷ কিন্তু তারপরেই ঘটে গেল এক মারাত্মক ঘটনা৷
advertisement
6/7
এর পরেই ধীরে ধীরে বনি ও শ্রীদেবীর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়৷ সেই কথা ঘুণাক্ষরেও টের পাননি মোনা কাপুর৷ তারপর হঠাৎই গর্ভবতী হয়ে পড়েন শ্রীদেবী৷ সেই খবর সে সময় পৌঁছয় মোনা কাপুরের কাছে৷ তিনি ভেঙে পড়েন৷
advertisement
7/7
১৯৯৬ সালের ২ জুন বিয়ে করেন বনি ও শ্রীদেবী৷ তারপরেই মোনা কাপুর ও শ্রীদেবীর মধ্যে শুরু হয় তিক্ত সম্পর্ক৷ তারপর অর্জুন কাপুর, অংশুলা কাপুরের সঙ্গে দূরত্ব বেড়ে যায় বনি ও শ্রীদেবীর৷