TRENDING:

Pallavi Dey Death Mistry: পল্লবীর জন্য আস্ত এক মাল্টিপ্লেক্স বুক করেছিলেন সাগ্নিক, আয়ের উৎস নিয়ে আবারও প্রশ্ন

Last Updated:
Pallavi Dey Death Mistry: পল্লবীর জন্য সাগ্নিক বুক করেছিলেন আস্ত এক মাল্টিপ্লেক্স৷ যেখানে সিনেমা দেখেছেন শুধুই তাঁরা দুজন৷ সেই ছবি শেয়ার করে সাগ্নিক লিখেছিলেন, এমন একটা জীবনের স্বপ্নই তিনি দেখেছিলেন, যেমনটা তিনি যাপন করছেন পল্লবীর সঙ্গে৷
advertisement
1/6
পল্লবীর জন্য আস্ত এক মাল্টিপ্লেক্স বুক করেছিলেন সাগ্নিক, আয়ের উৎস নিয়ে আবারও প
পল্লবী অভিনেত্রী হলেও সাগ্নিক আগাগোড়াই ইন্ডাস্ট্রির বাইরে। তিনি কী করতেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তাঁর বাবা সুভাষ চক্রবর্তী জানান, ‘অনলাইন’-এ কাজ করেন ছেলে।
advertisement
2/6
তবে এই অনলাইনে কাজ করা সাগ্নিকের উপহার দেওয়ার ধুম দেখলে রীতিমতো তাজ্জব বনে যেতে হয়৷
advertisement
3/6
গত ফেব্রুয়ারি মাসেই একটি ছবি পোস্ট করেছিলেন পল্লবী দে। কী ছিল সেই ছবিতে চোখে পড়ার মতো? সাগ্নিকের দিকে হাসিমুখে হাত বাড়িয়ে তিনি। প্রেমিকের হাতে গয়নার একটি ছোট বাক্স। খুব সম্ভবত সেটিতে আংটি রাখা ছিল। সাদা-কালো সেই ছবি দিয়ে পল্লবী লিখেছিলেন, ‘অবশেষে’।
advertisement
4/6
না, এখানেই শেষ না৷ পল্লবীর ইনস্টাগ্রামে প্রেমদিবপসের আলাদা একটি হাইলাইট রয়েছে৷ যেখানে অজস্র বহুমূল্য উপহারের ছবি৷ যার সবই সাগ্নিকের দেওয়া৷ প্রত্যেকটি উপহারের বহর রীতিমতো তাজ্জব বনে যাওয়ার মতো৷
advertisement
5/6
গোটা প্রেমের সপ্তাহ উদযাপন করেছেন তাঁরা৷ কখনও সুদৃশ্য গোলাপ, দুর্লভ চকোলেট, কাস্টমাইজড কেক. ঘড়ি, বহুমূল্য আংটি, নামি রেস্তোরাঁয় বিলাসবহুল নৈশভোজ, প্রেমের বই-এখানেই শে৷
advertisement
6/6
পল্লবীর জন্য সাগ্নিক বুক করেছিলেন আস্ত এক মাল্টিপ্লেক্স৷ যেখানে সিনেমা দেখেছেন শুধুই তাঁরা দুজন৷ সেই ছবি শেয়ার করে সাগ্নিক লিখেছিলেন, এমন একটা জীবনের স্বপ্নই তিনি দেখেছিলেন, যেমনটা তিনি যাপন করছেন পল্লবীর সঙ্গে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pallavi Dey Death Mistry: পল্লবীর জন্য আস্ত এক মাল্টিপ্লেক্স বুক করেছিলেন সাগ্নিক, আয়ের উৎস নিয়ে আবারও প্রশ্ন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল