দেশের গর্ব! গোল্ডেন গ্লোবস ছাড়াও RRR-এর ঝুলিতে ৩০-এর বেশি আন্তর্জাতিক পুরস্কার
- Published by:Sanchari Kar
Last Updated:
আন্তর্জাতিক স্তরে ১০০টিরও বেশি নমিনেশন পেয়েছে ছবিটি। এমনকী অস্কারেও সেরা সঙ্গীত বিভাগে মনোনীত 'আরআরআর'।
advertisement
1/7

বিশ্বমঞ্চে সমাদৃত এস এস রাজামৌলির 'আরআরআর'। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে সেরা সঙ্গীত বিভাগে পুরস্কৃত এই ছবির গান 'নাটু নাটু'। কিন্তু জানেন কি, মুক্তির এক বছরের মধ্যেই ৩০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার এসেছে এই ছবির ঝুলিতে।
advertisement
2/7
মোট ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি। স্যাটার্ন অ্যাওয়ার্ড, হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন, নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মানিত এই ছবি।
advertisement
3/7
আন্তর্জাতিক স্তরে ১০০টিরও বেশি নমিনেশন পেয়েছে ছবিটি। এমনকী অস্কারেও সেরা সঙ্গীত বিভাগে মনোনীত 'আরআরআর'।
advertisement
4/7
'অ্যালায়েন্স ওম্যান ফিল্ম জার্নালিস্টস'-এর পক্ষ থেকে এই ছবিটি পুরস্কার পায়। জানুয়ারিতে ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব সেন্ট্রাল ফ্লোরিডার পক্ষ থেকেও 'আরআরআর'-কে সেরা আন্তর্জাতিক ছবির শিরোপা দেওয়া হয়।
advertisement
5/7
১২ ডিসেম্বর লস অ্যাঞ্জেলস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকেও 'নাটু নাটু' গানের জন্য পুরস্কার দেওয়া হয় এম এম কিরাবাণীকে।
advertisement
6/7
২০২২ সালে সানসেট সার্কেল অ্যাওয়ার্ডেও সেরা আন্তর্জাতিক ছবির শিরোপা পায় 'আরআরআর'। 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', 'অ্যাথেনা', 'ডিশিসন টু লিভ', 'ডিসিশন টু লিভ', 'হোলি স্পাইডার'-এর মতো ছবিতে টেক্কা দিয়েছে ছবিটি।
advertisement
7/7
এ ছাড়াও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন, অ্যাটলান্টা ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস-এর মতো নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত 'আরআরআর'।