Ritabhari Chakraborty: ঋতাভরীর আবেদনে ঝরছে আগুন! মোহময়ী রূপে মাতাল করলেন নায়িকা! ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Ritabhari Chakraborty: বাঙালি নায়িকার আবেদনে মেতে নেটিজেনরা! একের পর এক মোহময়ী রূপে আগুন ধরালেন ঋতাভরী চক্রবর্তী!
advertisement
1/7

ঋতাভরী চক্রবর্তী! টলিউডের এই মিষ্টি নায়িকাকে কে না চেনেন! শুধু টলিউড নয় এই নায়িকা দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন বলিউডেও। এখনও চলছে কাজ। photo source Instagram
advertisement
2/7
সে সবের মাঝেই মোহময়ী রূপে ধরা দিলেন ঋতাভরী। photo source Instagram
advertisement
3/7
সম্প্রতি নায়িকা তাঁর ইনস্টাগ্রামে এই সব ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়! photo source Instagram
advertisement
4/7
ঋতাভরী সোশ্যাল মাধ্যমে বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে। মাঝে মধ্যেই নিজের বোল্ড ছবি শেয়ার করেন তিনি। photo source Instagram
advertisement
5/7
এই ছবি শেয়ার করে তিনি লেখেন, 'আমি যখন ঘরের মধ্যে দিয়ে হেঁটে যাই, আমি এখনও সেই জায়গা আলোতে ভরিয়ে দিই।" photo source Instagram
advertisement
6/7
সত্যিই তাই। নায়িকার জাদুই এমনটা। সব সময় ঝলমল করেন তিনি। ঋতাভরী বেড়াতে যেতেও খুব ভালবাসেন। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় এদিক ওদিক ঘুরতে যেতে। photo source Instagram
advertisement
7/7
ঋতাভরীর এই নতুন ছবি দেখা মাত্র প্রশংসায় ভরিয়েছেন ভক্তরা। ভাইরাল নায়িকার একের পর এক ছবি। photo source Instagram