advertisement
1/5

প্রয়াত মৃণাল সেন ৷ বয়স হয়েছিল ৯৫ বছর ৷ Photo: News 18 Bangla
advertisement
2/5
বার্ধক্যজনিত কারণে অনেকদিনই ভুগছিলেন তিনি ৷ রবিবার সকালে কলকাতার পদ্মপুকুরের বাড়িতে মৃত্যু হয় প্রবাদপ্রতীম এই শিল্পীর ৷ Photo: News 18 Bangla
advertisement
3/5
ফরিদপুরের জন্ম ৷ তারপর কলকাতায় চলে আসে পরিবার ৷ স্কটিশ চার্চে পড়াশুনা থেকেই কমিউনিষ্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে তাঁর যোগাযোগ ৷ তার ছবিতেও প্রতিফলিত হয়েছিল সেই ধরণের প্রতিবাদের ভাষা ৷ Photo: News 18 Bangla
advertisement
4/5
প্রথম ছবি রাতভোর সারা ফেলতে পারেনি দর্শক মনে ৷ কিন্তু দ্বিতীয় ছবি নীল আকাশের নীচে তাঁকে কিছুটা হলেও পরিচয় দেয় ৷ Photo: News 18 Bangla
advertisement
5/5
কখনওই শিল্পের জন্য আপোস করতে চাননি ৷ শুধুমাত্র দেশে নয়, তাঁর ছবি সমাদৃত হয়েছে বিদেশের মাটিতে ৷ দেশে এবম দেশের বাইরে বহু সম্মানে সম্মানিত হয়েছিলেন মৃণাল সেন ৷ Photo: News 18 Bangla