TRENDING:

‘এটুকুই আমার জন্য যথেষ্ট...’, অমিতাভ বচ্চনের কাছ থেকে জীবনের সবথেকে বড় কমপ্লিমেন্ট পেয়ে এ কী বললেন রেখা?

Last Updated:
Rekha On Amitabh Bachchan: আজও অমিতাভের থেকে পাওয়া কমপ্লিমেন্ট বা প্রশংসাসূচক বাক্য ভুলতে পারেননি রেখা। আর সেই কথা নিজেই ফাঁস করেছেন অভিনেত্রী। পর্দায় অমিতাভ-রেখার রসায়ন সব সময় সকল ভক্তকেই মুগ্ধ করেছে। বিশেষ করে ‘সিলসিলা’ ছবির মতো প্রেমকাহিনিতে তাঁদের জুটি যেন আলাদা ভাবেই নজর কেড়েছিল।
advertisement
1/6
‘এটুকুই আমার জন্য যথেষ্ট’, অমিতাভের কাছে জীবনের সবথেকে বড় কমপ্লিমেন্ট পেয়ে কী বললেন রেখা?
রুপোলি দুনিয়ায় নিজের অভিনয়ের জাদুতে সকলকে মুগ্ধ করেছেন তিনি। শুধু তা-ই নয়, তাঁর রহস্যময় সৌন্দর্যও কিন্তু আলোচনার বিষয়। আজও তাঁকে দেখলে তাঁর বয়স একেবারেই ঠাহর করা সম্ভব হয় না। সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে ভক্তদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁদের জুটিও ভক্তদের পরমপ্রিয়। এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে, কোন অভিনেত্রীর কথা এখানে বলা হচ্ছে। কথা হচ্ছে, অভিনেত্রীর রেখার। (Photo: cinemaajkal)
advertisement
2/6
অথচ আজও অমিতাভের থেকে পাওয়া কমপ্লিমেন্ট বা প্রশংসাসূচক বাক্য ভুলতে পারেননি রেখা। আর সেই কথা নিজেই ফাঁস করেছেন অভিনেত্রী। পর্দায় অমিতাভ-রেখার রসায়ন সব সময় সকল ভক্তকেই মুগ্ধ করেছে। বিশেষ করে ‘সিলসিলা’ ছবির মতো প্রেমকাহিনিতে তাঁদের জুটি যেন আলাদা ভাবেই নজর রেড়েছিল। আর সেখান থেকেই তাঁদের সম্পর্কের জল্পনা ছড়াতে শুরু করে। তবে সেই জল্পনা আর গল্প আজও থেমে নেই। আসলে ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো অনজানে’ ছবির শ্যুটিংয়ের সময় দু’জনের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে।
advertisement
3/6
সত্তর এবং আশির দশকের একাধিক সুপারহিট ছবিতে জুটি বেঁধে কাজ করেছিলেন অমিতাভ এবং রেখা। এখনও হিন্দি সিনে দুনিয়ার হিট জুটি তাঁরা। একসঙ্গে কাজ করেছেন ‘সিলসিলা’ (১৯৮১), ‘মুকদ্দর কা সিকন্দর’ (১৯৭৮), ‘মিস্টার নটবরলাল’ (১৯৭৯), ‘সুহাগ’ (১৯৭৯), ‘রাম বলরাম’ (১৯৮০), ‘দো অনজানে’ (১৯৭৬), ‘খুন পাসিনা’ (১৯৭৭), ‘নটবরলাল’ (১৯৭৯), ‘গঙ্গা কি সৌগন্ধ’ (১৯৭৮), ‘আলাপ’ (১৯৭৭)-এর মতো সুপারহিট ছবিতে। এই ধরনের আরও হিট ছবিতে কাজ করেছেন অমিতাভ এবং রেখা।
advertisement
4/6
ইন্ডাস্ট্রিতে তাঁর পঁচিশ বছরপূর্তি উপলক্ষে রেডিফ-এর সঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছিলেন রেখা। সেখানে তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল যে, অমিতাভ কি কখনও তাঁর প্রশংসা করেছিলেন? জবাবে রেখা জানিয়েছিলেন যে, তাঁকে সবথেকে বড় কমপ্লিমেন্টটা দিয়েছিলেন স্বয়ং অমিতাভই। আর অভিনেতার এই কমপ্লিমেন্টটা সারা জীবন মনের মণিকোঠায় রেখে দেবেন তিনি। এমনকী এই কমপ্লিমেন্টটার কারণে আজও তাঁর মনে রয়েছে অমিতাভের জন্য গভীর শ্রদ্ধা।
advertisement
5/6
রেখা বলেন যে, “আমরা যখন একসঙ্গে কাজ শুরু করেছিলাম, আমরা বেশ প্রভাবশালী পর্যায়েই ছিলাম। প্রত্যেকেই একে অন্যের উপর নিজের ছাপ রেখে যেতেন। নিজের কেরিয়ারের প্রথম দিকের ১০টি ফিল্মে আমি তাঁর সঙ্গে কাজ করেছিলাম। আর একজনের সঙ্গে এত বছর ধরে কাজ করার পর কীভাবে আমি তাঁর দ্বারা প্রভাবিত হতাম না?” রেখা এ-ও জানান যে, “তাঁর সঙ্গে কাজের সুযোগ পাওয়া আমার জন্য একটা বড় প্রশংসা বা কমপ্লিমেন্ট।”
advertisement
6/6
অভিনেত্রী আরও বলেন, “আমার মনে হয় উনি আমাকে জেনে বা না জেনে একমাত্র এই কমপ্লিমেন্টই দিয়েছিলেন যে, উনি আমাকে তাঁর মতো একজন দুর্দান্ত সহ-অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছিলেন। এটিই আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় কমপ্লিমেন্ট।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘এটুকুই আমার জন্য যথেষ্ট...’, অমিতাভ বচ্চনের কাছ থেকে জীবনের সবথেকে বড় কমপ্লিমেন্ট পেয়ে এ কী বললেন রেখা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল