Raima Sen: ৪০ পেরিয়েও উষ্ণতায় ভরা রাইমা সেন! কবে করছেন বিয়ে? কী বলছেন তিনি? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Raima Sen: একের পর এক ছবিতে আগুন ঝরছে। উষ্ণতায় ভরপুর! বিয়ে নিয়ে সাফ কথা নায়িকার! জানুন
advertisement
1/9

রাইমা সেন। তাঁকে চেনেন না এমন মানুষ কোথায়! সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের বড় মেয়ে তিনি। তবে এটাই তাঁর পরিচয় নয়। photo source Instagram
advertisement
2/9
advertisement
3/9
তবে শুধু সিনেমা নয়, সিরিজেও সমান জনপ্রিয় রাইমা সেন। photo source Instagram
advertisement
4/9
এছাড়া রোজ নতুন ফটোশ্যুট করতে দেখা যায় তাঁকে। তাঁর প্রত্যেকটি ছবিই মোহময়ী।photo source Instagram
advertisement
5/9
রাইমা শাড়ি হোক বা বিকিনি সবেতেই একদম অন্যরকম। photo source Instagram
advertisement
6/9
পরিচালক ঋতুপর্ণ ঘোষের অন্যতম প্রিয় নায়িকা তিনি। পরিচালকের বহু ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন রাইমা।photo source Instagram
advertisement
7/9
তবে রাইমা কবে বিয়ে করছেন তা নিয়ে নানা প্রশ্ন মাঝে মধ্যেই ঘুরতে থাকে সোশ্যাল মাধ্যমে। photo source Instagram
advertisement
8/9
৪০ পেরিয়েও অসম্ভব সুন্দরী তিনি! কিন্তু বিয়ে কেন করছেন না? তার জবাব দিয়েছেন রাইমা। photo source Instagram
advertisement
9/9
একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, 'বিয়ে করতেই কেন হবে? বিয়ে না করেও তিনি নিজের কাজ ও পরিবার বন্ধু বান্ধব নিয়ে দিব্যি ভাল আছেন। তবে বিয়ের প্রশ্ন কেন? সময় আসলে বিয়ে হলে হবে।" বিয়ে নিয়ে মাথা ব্যথা নেই রাইমার। সব চিন্তা যেন নেটিজেনদের। তবে নায়িকার পরিষ্কার জবাবে সকলেই বুঝেছেন, কাজটাই আসল জীবনে। photo source Instagram