TRENDING:

Bollywood Actor: 3 Idiots-এর মিলিমিটার! আমিরের সঙ্গে কাজ! জুটল না স্বীকৃতি, অকালে হারালেন তরুণ অভিনেতা

Last Updated:
Bollywood Actor: এক দশকেরও বেশি সময় পার। তবু দর্শকমনে থ্রি ইডিয়টসের স্মৃতি এখনও উজ্জ্বল। ছবির প্রধান চরিত্রগুলি তো বটেই, পার্শ্বচরিত্রগুলি নিয়েও এখনও চর্চা হয়। তাদের মধ্যে অন্যতম হল মিলিমিটারের চরিত্র।
advertisement
1/7
3 Idiots-এর মিলিমিটার! আমিরের সঙ্গে কাজ! জুটল না স্বীকৃতি, অকালে হারালেন অভিনেতা
এক দশকেরও বেশি সময় পার। তবু দর্শকমনে থ্রি ইডিয়টসের স্মৃতি এখনও উজ্জ্বল। ছবির প্রধান চরিত্রগুলি তো বটেই, পার্শ্বচরিত্রগুলি নিয়েও এখনও চর্চা হয়। তাদের মধ্যে অন্যতম হল মিলিমিটারের চরিত্র।
advertisement
2/7
'থ্রি ইডিয়টস' ছবিতে মিলিমিটার চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল কুমার। ১৪ বছর আগে মুক্তি পাওয়া এই ছবিতে রাহুল খুব কম জায়গা পেয়েছিলেন। কিন্তু তিনি যতটুকু জায়গা পেয়েছেন, তাতে আধিপত্য বিস্তার করেছেন। তিনি এখন কী করছেন? কোথায় আছেন?
advertisement
3/7
১৪ বছরে রাহুল কুমারের চেহারা অনেক বদলেছে। তিনি আগের চেয়ে অনেক বেশি পরিণত। আমির খানের সামনে শিশুর মতো দেখতে রাহুল এখন উচ্চতায় তাঁর চেয়েও এগিয়ে গেছেন। মিলিমিটার এখন আক্ষরিক অর্থেই সেন্টিমিটার হয়ে উঠেছেন।
advertisement
4/7
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'থ্রি ইডিয়টস'-এ কাজ করার পর তিনি বেশ কয়েক বছর বলিউড থেকে দূরে ছিলেন। তিনি 'দ্য ব্লু আমব্রেলা' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। 'ওমকারা' ছবিতে সইফ আলি খান ও অজয় ​​দেবগণের সঙ্গে দেখা গিয়েছিল। তবে জনপ্রিয়তা পেয়েছেন 'থ্রি ইডিয়টস' থেকে।
advertisement
5/7
রাহুল কুমার মাত্র তিন বছর বয়সে ছবিতে কাজ শুরু করেন। কিন্তু ব্লকবাস্টার ছবির পরও ছ'বছর কোথাও কাজ পাননি তিনি। ২০১৫ সালে তিনি একটি শর্ট ফিল্মে কাজ করেছিলেন।
advertisement
6/7
রাহুল কুমার একটি শোয়ে একটি এপিসোডিক ভূমিকা করেছিলেন। ২০১৫সালে তিনি 'ফির ভি না মানে... বদতামিজ দিল', 'ইয়াম হ্যায় হাম' এবং 'নীলি ছাত্রী ওয়ালে'-তে কাজ করেছিলেন। এই সময়ে তাঁকে অনেক বিজ্ঞাপনেও দেখা যায়।
advertisement
7/7
২০২০ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'বন্দিশ ব্যান্ডিটস'-এ রাহুল কুমার একটি পার্শ্বচরিত্রে ছিলেন। একই সময়ে ২০২১ সালে, অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়া অভিনীত 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'-এ তাঁকে দেখা গিয়েছিল। তবে কেরিয়ারের শুরুতে যে খ্যাতি তিনি পান, তা যেন অকালেই হারায়। বিশেষ বড় কোনও প্রোজেক্টে আর দেখা যায় না তাঁকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actor: 3 Idiots-এর মিলিমিটার! আমিরের সঙ্গে কাজ! জুটল না স্বীকৃতি, অকালে হারালেন তরুণ অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল