আগামী ২ বছরে প্রিয়াঙ্কা চোপড়ার মা হাওয়ার সম্ভাবনা প্রবল, দাবি এক জ্যোতিষীর
Last Updated:
গত ডিসেম্বর মাসে হাসপাতালের বাইরে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে শুরু হয়েছিল জল্পনা
advertisement
1/6

বেশ জাঁকজমকের মাধ্যমেই বিয়ে হয়েছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার ৷ বিয়ের পরেই সবাই আশা করে থাকেন পরিবারে একটি ফুট ফুটে সন্তান আসবে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/6
গত ডিসেম্বর মাসেই প্রিয়াঙ্কা চোপড়ার প্রেগন্যান্সি নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল ৷ মায়ের সঙ্গে হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল বলিউডের দেশি গার্লকে ৷ পরে মধু চোপড়া বিষয়টির ব্যাখ্যা দিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
3/6
তবে পরে জানতে পারা গিয়েছে প্রিয়াঙ্কা গর্ভবতী নন ৷ তবে একটি ভবিষ্যদ্বাণী হয়ে গিয়েছে আগামী ২৪ মাসের মধ্যেই মা হচ্ছেন প্রিয়াঙ্কা ৷ অন্তত এমনটাই জানা গিয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
4/6
প্রিয়াঙ্কাকে নিয়ে জনপ্রিয় জ্যোতিষী জানিয়েছেন এই কথা প্রিয়াঙ্কার বিয়ের বিষয়েও তাঁর প্রেডিকশন একদম সঠিক ছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
5/6
নিউমোরলজিস্ট বা জ্যোতিষী সঞ্জয় বি জানিয়ছেন প্রিয়াঙ্কার জন্য শুভ সংখ্যা ৯ ৷ প্রিয়াঙ্কার জন্মদিন ১৮/০৭/১৯৮২ ৷ জন্ম তারিখ ৮+১ অর্থাৎ ৯, যেই বছরে জন্মেছেন সেই বছরেও ৯ সংখ্যাটি রয়েছে ৷ প্রিয়াঙ্কার বয়স ৩৬ বছরের বেশি অর্থাৎ ৩+৬ অর্থাৎ ৯ হচ্ছে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/6
যখন প্রিয়াঙ্কা মিস ওয়াল্ড হয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ১৮ বছর অর্থাৎ (১+৮ = ৯) ৷ ফ্যাশন ও দোস্তানা ছবির সময়ে তাঁর বয়স ছিল ২৭ বছর (২+৭ =৯) ৷ তাঁর বিয়ে হয়েছে ৩৬ বছর বয়সে (৩+৬ =৯) ৷ এই মতই অন্য অনেক সম্ভাবনাই এই মুহূর্তে প্রিয়াঙ্কার জীবনে রয়েছে ৷ সেই দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে আগামী ২ বছরের মধ্যেই মা হওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার ৷ অন্তত সংখ্যতত্বের বিচার তাই বলছে ৷ ফাইল ছবি ৷