India's Got Latent: টাইট পোশাক নিয়ে ছেলে বন্ধুর এ কী কাণ্ড! বাঙালি মেয়েকে নিয়ে ছিঃ ছিঃ রব! চেনেন কি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
India's Got Latent: কমেডিয়ান সময় রায়নার জনপ্রিয় ইউটিউব শো ইন্ডিয়া'স গট লেটেন্টে গিয়ে চরম বিপাকে বঙ্গতনয়া প্রিয়াঙ্কা হালদার। বন্ধুর জন্য মডেল হয়ে সেই শোয়ে উপস্থিত হয়েছিলেন তিনি।
advertisement
1/6

কমেডিয়ান সময় রায়নার জনপ্রিয় ইউটিউব শো ইন্ডিয়া'স গট লেটেন্টে গিয়ে চরম বিপাকে বঙ্গতনয়া প্রিয়াঙ্কা হালদার। বন্ধুর জন্য মডেল হয়ে সেই শোয়ে উপস্থিত হয়েছিলেন তিনি।
advertisement
2/6
প্রিয়াঙ্কার বন্ধু পেশায় নিজেকে 'কস্টিউম কাটার' হিসাবে পরিচয় দিয়েছেন। মঞ্চে প্রিয়াঙ্কাকে একটি লাল রঙের বডিকন ড্রেস পরিয়ে সেটিকে কেটে একটি 'কাট-আউট' ড্রেসে পরিণত করেন তাঁর বন্ধুটি।
advertisement
3/6
বিচারকদের প্রিয়াঙ্কা বলেন, তাঁর একটি ১৫ বছরের পুত্র আছে। তারপরেই বিতর্ক ঘিরে ধরে তাঁকে। দর্শকদের একাংশের অভিযোগ, স্বামীকে ছেড়ে বন্ধুর সঙ্গে পরকীয়ায় মজেছেন তিনি। কেউ কেউ আবার তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু প্রিয়াঙ্কার আসল পরিচয় কী?
advertisement
4/6
প্রিয়াঙ্কা হলেন বাংলার একজন অভিনেত্রী। তিনি এখন মুম্বইয়ে থাকেন। তাঁর বয়স এখন ৩৩। খুবই অল্প বয়সে বিয়ে করেন। ক্লাস ১২ পর্যন্ত স্কুলের পড়াশোনা শেষ করেছেন।
advertisement
5/6
প্রিয়াঙ্কা যখন তাঁর ছেলের জন্ম দেন, তখন তাঁর বয়স মাত্র ১৮ বছর। অভিনেত্রীর স্বামী ভারতীয় রেলে কাজ করেন। তিনি নাগপুরে থাকেন৷
advertisement
6/6
ক্রাইম পেট্রোলের বেশ কয়েকটি এপিসোডে অভিনয় করেন প্রিয়াঙ্কা। ডিডি ন্যাশনালের শোয়েও কাজ করেছেন তিনি।