Ileana D'Cruz Pregnant: প্রেমিকের সাহায্যই সব! একা বিছানায় উঠতে পারছেন না অন্তঃসত্ত্বা ইলিয়ানা, কেমন আছেন তিনি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ileana D'Cruz Pregnant: অন্তঃসত্ত্বা থাকাকালীন শারীরিক নানা পরিবর্তন আসে। তার সঙ্গেই দেখা দেয় একাধিক সমস্যা। আপাতত হাঁটাচলা করতেও অসুবিধার সম্মুখীন তিনি।
advertisement
1/5

অন্তঃসত্ত্বা ইলিয়ানা ডিক্রুজ। সন্তানের আগমনের অপেক্ষায় অভিনেত্রী। পা রেখেছেন নবম মাসে। গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়কে সকলেক সামনে তুলে ধরেছেন তিনি।
advertisement
2/5
অন্তঃসত্ত্বা থাকাকালীন শারীরিক নানা পরিবর্তন আসে। তার সঙ্গেই দেখা দেয় একাধিক সমস্যা। আপাতত হাঁটাচলা করতেও অসুবিধার সম্মুখীন তিনি।
advertisement
3/5
সম্প্রতি নেটমাধ্যমে একটি পোস্ট করেন ইলিয়ানা। সেখানে মজার ছলে নিজেকে 'রোলি পলি বল' আখ্যা দিয়েছেন তিনি। জানিয়েছেন, বিছানায় উঠতে গিয়েও এখন তাঁর প্রেমিকের সাহায্য লাগছে।
advertisement
4/5
ইলিয়ানার সন্তানের পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা ছিল শুরু থেকেই। দিন কয়েক আগে হঠাৎই ‘ডেট নাইট’-এর ছবি দিয়ে বসলেন নায়িকা। সঙ্গী এক বিদেশি। তবে কি এই পুরুষই তাঁর সন্তানের বাবা? ইলিয়ানা সে বিষয়ে স্পষ্ট করে না বললেও ইঙ্গিত পেয়েছেন অনুরাগীরা।
advertisement
5/5
গত এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ইলিয়ানা। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এর পরেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন অভিনেত্রী।