Actress: পরিচালকের সঙ্গে থাকতে হবে, জনপ্রিয় নায়িকাকে কুৎসিত প্রস্তাব! ভয়ঙ্কর অভিজ্ঞতা টেলিভিশনের ‘বৌমা’র
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
টেলিভিশনের এক অতি জনপ্রিয় অভিনেত্রী জানালেন, অভিনয় জীবন শুরুর দিকে তাঁর সংঘর্ষের কথা।
advertisement
1/6

সিনেমা হোক বা টেলিভিশন, প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকেই কেরিয়ারের শুরুর দিকে অনেক সংঘর্ষ করতে হয়। লড়াই করে তবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। টেলিভিশনের এক অতি জনপ্রিয় অভিনেত্রী জানালেন, অভিনয় জীবন শুরুর দিকে তাঁর সংঘর্ষের কথা। এমনকী তাঁকে কত ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
advertisement
2/6
টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। দেড় দশকেরও বেশি সময় ধরে টিভি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন অভিনেত্রী। দিব্যাঙ্কা ২০০৪ সালে 'ইন্ডিয়াজ বেস্ট সিনেস্টারস কি খোজ'-এর প্রতিযোগী হিসাবে তার অভিনয় জীবন শুরু করেন।
advertisement
3/6
২ বছর পর তাকে ‘খানা খাজানা’ এবং ‘বনু ম্যায় তেরি দুলহান’ সিরিয়ালেও দেখা যায়। 'বনু ম্যায় তেরি দুলহান'-এ মুখ্য চরিত্রে অভিনয় করার পর তাঁর অভিনয় জীবন অন্য মোড় পায়। এই শোয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। অভিনেত্রী টিভি শো 'মিসেস অ্যান্ড মিস্টার শর্মা এলাহাবাদওয়ালে'-তেও কাজ করেছেন।
advertisement
4/6
তার কর্মজীবনে, দিব্যাঙ্কা 'বনু ম্যায় তেরি দুলহান' এবং ইয়ে হ্যায় মোহাব্বতে’র মতো নামজাদা শোতে কাজ করেছেন। যেখানে তার চরিত্রগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। আজও কেউ কেউ দিব্যাঙ্কাকে তাঁর চরিত্র ‘ঈশিতা’ নামেই চিনেন। আজও দিব্যাঙ্কা টিভিতে আদর্শ পুত্রবধূ হিসেবে স্বীকৃত।
advertisement
5/6
দিব্যাঙ্কা তাঁর ক্যারিয়ারে এই অবস্থানে পৌঁছাতে অনেক সংগ্রাম করেছেন। কেরিয়ারের শুরুতে তাঁকে কাজ দিতে এক ব্যক্তি বলেছিলেন,‘‘এই পরিচালকের সঙ্গে থাকতে হবে, অর্থাৎ চুক্তি করতে হবে, তবেই বড় ব্রেক দেওয়া হবে।’’ বহু বছর পরে রাজীব খান্ডেলওয়ালের শোতে দিব্যাঙ্কা এই সত্যি সামনে আনেন।
advertisement
6/6
২০১৯ সাল থেকে এই অভিনেত্রীকে আর কোনও বড় শোতে দেখা যায়নি। তবে এখন ওয়েব সিরিজে কাজ করা শুরু করেছেন। ২০২১ সালে, তাকে 'খতরোঁ কে খিলাড়ি ১১'-তে দেখা গিয়েছিল। দিব্যাঙ্কা তার সহ-অভিনেতা বিবেক দাহিয়াকে ৮ জুলাই ২০১৬-সালে বিয়ে করেছিলেন। বিবেকও একজন সুপরিচিত টিভি অভিনেতা।