Parambrata Chatterjee: বিশেষ দিনে নিজেকে বদলে ফেললেন পরমব্রত, দেখলেন সেই নতুন 'লুক'?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Parambrata Chatterjee: জলি চন্দ নিজেই পরমব্রত চট্টোপাধ্য়ায়ের হেয়ার কাট করার ভিডিয়ো পোস্ট করেছেন।
advertisement
1/7

২৭ নভেম্বর আইনি মতে সই করে বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। পেরিয়ে গিয়েছে বেশ কয়েকদিন। তারপরেও টলিপাড়ায় নতুন দম্পতিকে নিয়ে চর্চার শেষ নেই। এখনও তাঁদের দিকেই চোখ নেটিজেনদের।
advertisement
2/7
অনুপমের সঙ্গে বিচ্ছেদের সময় থেকেই পিয়ার বিশেষ বন্ধু হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছিল৷ তাঁর সঙ্গেই ঘর বেঁধেছেন অনুপমের প্রাক্তন৷
advertisement
3/7
পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে আইনি ভাবে রেজিস্ট্রি করে বিয়ে করেন পরম-পিয়া। বাঙালি সাজে সেজে উঠেছিলেন তারকা দম্পতি। পরমব্রত পড়েছিলেন কুর্তা-পাজামা সঙ্গে জওহর কোট, অন্যদিকে পিয়া পড়েছিলেন বেইজ রঙের লাল পাড় শাড়ি।
advertisement
4/7
তারকার ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদা মুখিয়ে থাকেন ভক্তরা৷ কিন্তু নিজের জীবন প্রকাশ্যে আনতে মোটেই পছন্দ করেন না পরমব্রত চট্টোপাধ্যায়৷ অন্যদিকে স্ত্রী পিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ৷ হামেশাই কিছু না কিছু পোস্ট করেই চলেছেন তিনি৷
advertisement
5/7
বিয়ের পর থেকেই তাদের নিয়ে চর্চার শেষ নেই৷ তবে সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা নিজেদের মতো আছেন পরম-পিয়া৷ ডাবলিন-সহ আয়ারল্যান্ডের একাধিক ঝলক পিয়ার সোশ্যাল মিডিয়া দেখে সকলেই মনে করেছিলেন আয়ারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছিলেন তারকা দম্পতি৷ তবে কোনওকিছুই প্রকাশ্যে আনেননি পরমব্রত চট্টোপাধ্যায়৷
advertisement
6/7
রিসেপশনের আগে হেয়ার স্টাইলিস্ট জলি চন্দার কাছে গিয়ে নিজের লুকটাই বদলে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায়।
advertisement
7/7
জলি চন্দ নিজেই পরমব্রত চট্টোপাধ্য়ায়ের হেয়ার কাট করার ভিডিয়ো পোস্ট করেছেন।