Neem Phooler Madhu: স্যোশাল মিডিয়া চরম ট্রোলের মুখে 'নিম ফুলের মধু'-র অভিনেত্রী! তাঁর সাজ দেখে অবাক নেটিজেনরা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বাংলার মেগার টিআরপি তালিকার প্রথম সারির মেগা 'নিম ফুলের মধু'। গত সপ্তাহের তালিকা অনুয়ায়ী এই মেগা দ্বিতীয় স্থানে ছিল। কিন্তু এবার এই মেগাই হচ্ছে নানা কটূক্তির স্বীকার, বলা ভাল মেগার এক অভিনেত্রী এবার চরম ট্রোলের স্বীকার।
advertisement
1/6

বাংলার মেগার টিআরপি তালিকার প্রথম সারির মেগা 'নিম ফুলের মধু'। অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি। গত সপ্তাহের তালিকা অনুয়ায়ী এই মেগা দ্বিতীয় স্থানে ছিল।
advertisement
2/6
কিন্তু এবার এই মেগাই হচ্ছে নানা কটূক্তির স্বীকার, বলা ভাল মেগার এক অভিনেত্রী এবার চরম ট্রোলের স্বীকার।
advertisement
3/6
মেগায় দেখানো হচ্ছিল, গল্পের নায়ককে সৃজনের মা আবার বিয়ে দিতে চান নিজের পছন্দ করা মেয়ের সঙ্গে। তাই সৃজনের মা, বৌদি এবং ইশা অর্থাৎ সৃজনের মায়ের পছন্দ করা পাত্রী, গল্পের নায়িকা পর্ণাকে সৃজনের জীবন থেকে ষড়যন্ত্র করে সরিয়ে দেয়।
advertisement
4/6
শেষ পর্যন্ত সৃজনের সঙ্গে ইশার বিয়ে ঠিক হয়। তা বিয়ের পিঁড়িতে পর্যন্ত পৌঁছায়। কিন্তু শেষ পর্যন্ত সৃজনের সঙ্গে তাঁর বিয়ে ভেস্তে যায়। নায়ক আবার তাঁর প্রাক্তন স্ত্রী পর্ণাকেই বিয়ে করে।
advertisement
5/6
আর এই বিয়ের দৃশ্য দেখাতে গিয়েই বাঁধে বিপত্তি। সেখানে ইশার চরিত্রকে যে ভাবে বিয়ের সাজে সাজানো হয় তা দেখে নেটিজেনরা হাসিতে ফেটে পড়েন। আর তারপরই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় ট্রোল।
advertisement
6/6
এই ধারাবাহিকের খলনায়িকা ইশাকে বিয়ে উপলক্ষ্যে মাথায় টিকলির বদলে পরানো হয়েছিল গলার হার! তাও আবার লাল পুঁতির চোকার। আর মেগার সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই হাসির রোল ওঠে স্যোশাল মিডিয়া জুড়ে। পাশাপাশি ধেয়ে আসে নানা মন্তব্যও।