Nayanthara-Vignesh Gossip: যমজ ছেলের জন্ম দিয়েই কি একা হলেন শাহরুখ-নায়িকা? স্বামীকে আনফলো করে লিখলেন দুঃখের কথা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nayanthara-Vignesh Gossip: ১০ বছরের সম্পর্কে চিড় ধরল? ‘জওয়ান’-এর নায়িকার ইনস্টা স্টোরিতে এমন একটি পোস্ট করেছেন, যেখান থেকে রহস্য আরও ঘনিয়েছে। লেখা ছিল, ‘চোখে জল নিয়েও সে সব সময়ে বলবে, আমি পারব।’
advertisement
1/7

যমজ সন্তানের জন্ম দেওয়ার বছর দেড়েক বাদেই কি বিচ্ছেদের পথে হাঁটলেন দক্ষিণী তারকা নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিবন? এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দাবি, স্বামীকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছিলেন শাহরুখের নায়িকা।
advertisement
2/7
তবে কি ১০ বছরের সম্পর্কে চিড় ধরল? ‘জওয়ান’-এর নায়িকার ইনস্টা স্টোরিতে এমন একটি পোস্ট করেছেন, যেখান থেকে রহস্য আরও ঘনিয়েছে। লেখা ছিল, ‘চোখে জল নিয়েও সে সব সময়ে বলবে, আমি পারব।’
advertisement
3/7
ভক্তদের মনে সন্দেহ তৈরি হয়েছিল সেই পোস্ট দেখেই। তবে তারপর ঘণ্টা কয়েক পর পুরো চিত্র হঠাৎ বদলে গেল। ভিগনেশের ইনস্টা স্টোরিতে দেখা গেল, তাঁর স্ত্রীর ছবি। নয়নতারার বিউটি ব্র্যান্ডের ছবি পোস্ট করেন তিনি।
advertisement
4/7
এবং তারপরেই দেখা গেল, নয়নতারার ফলোয়িং লিস্টে হঠাৎ আবার ভিগনেশের নাম। বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নয়নতারা আর ভিগনেশের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বদল চোখে পড়েছে নেটিজেনদের।
advertisement
5/7
আনফলো করে ফের ফলো করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মানে কি স্বামী-স্ত্রীর মধ্যে কেবল সাময়িক বিবাদ ঘটেছিল বলেই এই ফলাফল?
advertisement
6/7
গত ২০২২ সালের অক্টোবরে দুই ছেলে উয়ির ও উলাগামের জন্ম দিয়েছিলেন নয়নতারা ও ভিগনেশ। সারোগেসির মাধ্যমে অভিভাবক হওয়ার ফলে কটাক্ষের শিকারও হতে হয় তাঁদের।
advertisement
7/7
২০২২ সালের জুন মাসে গাঁটছড়া বাঁধেন দক্ষিণী তারকা দম্পতি। মহাবালিপুরমে একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান ছিল৷ রজনীকান্ত, শাহরুখ খান, অজিত কুমার, বিজয় সেতুপতি-সহ একাধিক তারকা সেই বিয়েতে উপস্থিত ছিলেন।