TRENDING:

Durnibar-Mohor: বিয়ে, সন্তানের শখপূরণ, এবার চাই... মা হওয়ার আগে স্বামী দুর্নিবারের কাছে আবদার মোহরের

Last Updated:
Durnibar-Mohor: দ্বিতীয় বিয়ে নিয়ে এক প্রকার কাঠগড়ায় তোলা হয় দুর্নিবারকে। মোহরের দিকেও ধেয়ে আসে কটাক্ষ। প্রথম স্ত্রী মীনাক্ষীর সঙ্গে বিচ্ছেদ এবং মোহরকে বিয়ে করাকে মেনে নিতে পারেনি অনেকেই।
advertisement
1/8
বিয়ে-সন্তানের শখপূরণ, এবার চাই...মা হওয়ার আগে দুর্নিবারের কাছে একী আবদার স্ত্রীর
গত মার্চে সাতপাক ঘুরেছিলেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক দুর্নিবার সাহা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেন (মোহর)। গত অক্টোবর মাসেই দম্পতি খবর দিয়েছিলেন যে তাঁরা বাবা-মা হতে চেলেছেন।
advertisement
2/8
তারপরেও প্রায় আড়াই মাস কেটে গিয়েছে। আর কয়েক মাসেই দুর্নিবার ও ঐন্দ্রিলার কোলে আসবে একরত্তি। এখন কেবল আসন্ন মাতৃত্বের জন্য দিন গুনছেন মোহর।
advertisement
3/8
নতুন ফেসবুক পোস্টে স্বামীর কাছে মিষ্টি আবদার মোহরের। ফেসবুকের একটি খেলায় অংশ নিয়েছিলেন তিনি। যেখানে তাঁর জন্য নতুন বছরের ভবিষ্যদ্বাণী করে দিয়েছে ফেসবুক।
advertisement
4/8
বলা আছে, ২০২৪ সালে মোহরের বিয়ে হবে, নতুন বাড়ি হবে, সন্তান আসবে কোলে। আর সেটি পোস্ট করে দুর্নিবারকে ট্যাগ করে মোহর লিখলেন, ‘আমার নতুন বাড়ি দরকার। কিছু করো দয়া করে। দু’জনে মিলে বানিয়ে ফেলি চলো।’
advertisement
5/8
এদিকে ২০২৪ পড়ার আগেই দুর্নিবারের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে। কোলে সন্তান আসার সুখবর চলে এসেছে। কেবল বাকি রয়েছে নতুন বাড়ি। আর তাই স্বামীর কাছে তাঁর আবদার।
advertisement
6/8
এবার যদি নতুন বাড়িটাও হয়ে যায়, তাহলে এই মজার খেলায় হওয়া ভবিষ্যদ্বাণীও সত্যি হয়ে যাবে। অপূর্ব এক সময় অপেক্ষা করছে দুর্নিবার-মোহরের জন্য। গায়ক এই পোস্টে মন্তব্য করে লিখলেন, 'ঠিক'।
advertisement
7/8
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগের দিকটি সামলান মোহর। জানা গিয়েছে, আপাতত তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার উপদেশ দিয়েছেন অভিনেতা। বাড়ি থেকেই সব কাজ সামলাচ্ছেন মোহর। আগামী বছর ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান।
advertisement
8/8
দ্বিতীয় বিয়ে নিয়ে এক প্রকার কাঠগড়ায় তোলা হয় দুর্নিবারকে। মোহরের দিকেও ধেয়ে আসে কটাক্ষ। প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ এবং মোহরকে বিয়ে করাকে মেনে নিতে পারেনি অনেকেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Durnibar-Mohor: বিয়ে, সন্তানের শখপূরণ, এবার চাই... মা হওয়ার আগে স্বামী দুর্নিবারের কাছে আবদার মোহরের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল