Mamta Kulkarni: বলিউড ছেড়ে ড্রাগ ব্যবসায়ীকে বিয়ে, চরম কেচ্ছা, জেল! ২৫ বছর পর হট সেই হিরোইনের ভিডিও এল সামনে! যা বললেন..
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mamta Kulkarni: ২০১৫ সালে মাদক পাচারের মামলায় জড়িয়ে পড়েছিলেন মমতা। স্বামী ভিকি গোস্বামীর পাশাপাশি ২০০০ কোটি টাকার ড্রাগ মামলায় উঠে এসেছিল মমতার নাম।
advertisement
1/10

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। কাঁপিয়েছেন একাধিক পুরুষের হৃদয়। ড্রাগ কেসে জড়িয়েছিল নাম, অবশেষে ২৫ বছর পর তিনি ফিরে এসেছেন মুম্বই। তিনি মমতা কুলকার্নি।
advertisement
2/10
শাহরুখ, সলমনের মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি। করণ-অর্জুন, বাজি, চায়না গেট-সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছিলেন মমতা।
advertisement
3/10
অভিনয়জগতের শীর্ষে থাকাকালীন আচমকাই সিনেমা ছেড়ে চলে যান মমতা কুলকার্নি। কিন্তু কেন?
advertisement
4/10
২০১৫ সালে মাদক পাচারের মামলায় জড়িয়ে পড়েছিলেন মমতা। স্বামী ভিকি গোস্বামীর পাশাপাশি ২০০০ কোটি টাকার ড্রাগ মামলায় উঠে এসেছিল মমতার নাম।
advertisement
5/10
মাদক মামলায় মমতাকে গ্রেফতার না করা হলেও জিজ্ঞাসাবাদ করতে বারবার ডেকে পাঠানো হয়েছিল। অবশেষে ২০১৬ সালে বম্বে হাইকোর্ট সমস্ত অভিযোগ বাতিল করে দেয়।
advertisement
6/10
দুর্ভাগ্যবশত ক্লিন চিট পেলেও মমতার বলিউড ইমেজকে যেভাবে কলঙ্কিত করেছিল এই ঘটনা, তা থেকে তিনি আজও নিজেকে মুক্ত করতে পারেননি।
advertisement
7/10
সদ্য সেই মামলার রায় দিল বম্বে হাইকোর্ট। বেকসুর খালাস অভিনেত্রী। দেশে ফিরে সবার আগে ভিডিয়োবার্তায় বলিউডকে সম্বোধন করেছেন 'আমচি মুম্বই' বলে।
advertisement
8/10
দেশে ফেরার আনন্দে চোখে জল। মুখে যুদ্ধজয়ের হাসি। মমতা বলেছেন,''২৪ বছর পরে দেশে ফিরলাম। বিমান থেকে নামার আগে আকাশ থেকে নিজের দেশকে দেখছিলাম। সেই আনন্দ বলে বোঝানোর নয়।''
advertisement
9/10
শোনা গিয়েছে, খুব শীঘ্রই বলিউডের ছবিতে ফিরতে চলেছেন মমতা কুলকার্নি।
advertisement
10/10
অন্যদিকে, সম্প্রতি ফের মুক্তি পেয়েছে মমতা কুলকার্নি অভিনীত সুপারহিট ছবি করণ-অর্জুন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ২০২৪-এও দারুণ সাড়া ফেলেছে। এই ছবিতে সলমন খানের বিপরীতে দেখা গিয়েছিল মমতা কুলকার্নিকে।