Durga Puja 2022 || "আবার এসো মা", সিঁদুরখেলার পর বিসর্জনে সামিল সপরিবারে কোয়েল মল্লিক
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
এক হাতে স্বামীর হাত, অপর হাতে বাবার হাত, পরম শান্তিতে রাস্তা ধরে 'মা' দুগ্গাকে এগিয়ে দিতে চলেছেন অভিনেত্রী কোয়েল
advertisement
1/5

কোয়েল মল্লিকের বাড়ির পুজো। সাবেকিয়ানার সঙ্গে তারকাদের চাঁদের হাট বসে সেইখানে। কোয়েলকে পুজোর সময় সব সময় দেখা যায় নিজের বাড়িতে সময় কাটাতে।
advertisement
2/5
গত বুধবার পুজোর শেষবেলায় দেখা গেল অন্য ছবি। স্বামী নিসপাল এবং বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে প্রতিমা বিসর্জনে সামিল হলেন অভিনেত্রী কোয়েল।
advertisement
3/5
লাল পাড় সাদা শাড়িতে কোয়েল। সঙ্গে মাথার সিঁথিভর্তি সিঁদুর, গালে, নাকে সিঁদুরের ছটায় সাবেকি সাজ একেবারেই সম্পূর্ণ অভিনেত্রীর।
advertisement
4/5
নিসপাল পড়েছেন সাদা পাঞ্জাবি সঙ্গে সাদা পাজামা। আর রঞ্জিত মল্লিকের সাজ একেবারেই বাড়ির কর্তাদের মতো, সাদা পাঞ্জাবি, ধুতি...
advertisement
5/5
মেয়ের হাতটা কিন্তু রাস্তায় এখনও শক্ত করে ধরে রাখেন বাবা। এক হাতে স্বামীর হাত, অপর হাতে বাবার হাত, পরম শান্তিতে রাস্তা ধরে 'মা' দুগ্গাকে এগিয়ে দিতে চলেছেন অভিনেত্রী কোয়েল।