Khatron Ke Khiladi 12: কেপ টাউনে জলকেলিতে ব্যস্ত 'খতরো কে খিলাড়ি'-র খেলোয়াড়রা, দেখুন ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
'খতরো কে খিলাড়ি'-র ১২ নম্বর সিজনের শ্যুটিং চলছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। সঞ্চালকের ভূমিকায় রোহিত শেট্টি।
advertisement
1/10

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে মেতে উঠেছে 'খতরো কে খিলাড়ি'। রিয়্যালািটি শো-এর প্রতিযোগীদের আনন্দ উৎসবের ছবি দেখুন। (Image: Instagram)
advertisement
2/10
কণিকা মান, চেতনা পাণ্ডে এবং এরিকা প্যাকার্ড সমুদ্রসৈকতে বিকিনি পরে রোদ পোহাচ্ছেন। (Image: Instagram)
advertisement
3/10
নীল শর্টসে প্রতীক সেহাজপাল। তাঁর পেশিবহুল চেহারা দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। (Image: Instagram)
advertisement
4/10
কালো বিকিনি এবং সাদা শ্রাগ পরে ক্যামেরায় পোজ দিলেন এরিকা। (Image: Instagram)
advertisement
5/10
থ্রি মাস্কেটিয়ার্সের কায়দায় হেঁটে ক্যামেরার দিকে এগিয়ে এলেন তুষার কালিয়া, রুবিনা দিলায়ক এবং ফয়জল শেখ। (Image: Instagram)
advertisement
6/10
পরিচালক এবং সঞ্চালক রোহিত শেট্টির সঙ্গে ছবি তুললেন স্মৃতি ঝা। (Image: Instagram)
advertisement
7/10
টেলিভিশনের তারকা জন্নত জুবের গোলাপি রঙের টি শার্ট এবং মিনি স্কার্ট পরে মিষ্টি হেসে পোজ দিলেন ক্যামেরায়। রং মিলিয়ে পায়েও পরেছেন গোলাপি জুতো। (Image: Instagram)
advertisement
8/10
প্রতীক এবং রোহিত যেন দোলখেলায় মেতেছেন। মিঠে রোদে যথাক্রমে লাল এবং নীল রঙের পোশাকে ঝলমলে তাঁরা। (Image: Instagram)
advertisement
9/10
জলের মাঝে স্পিডবোটের উপর উঠে দাঁড়ালেন তুষার কালিয়া। শার্ট খুলে সবুজ রঙের প্যান্ট পরে সূর্যের দিকে তাকিয়ে পোজ দিলেন তিনি। (Image: Instagram)
advertisement
10/10
কেপ টাউনে যাওয়ার পথে বিমানে হই হুল্লোড়ে মেতেছেন 'খতরো কে খিলাড়ি'-র প্রতিযোগীরা। (Image: Instagram)