সোশ্যাল মিডিয়া তোলপাড় ! শাহরুখ-সলমন-আমিরই দায়ি এই সুপারহট নায়িকার কেরিয়ার বরবাদের পিছনে
Last Updated:
advertisement
1/5

সুপার গর্জাস সনুওয়ালিয়াকে মনে আছে ? সুপারহিট ছবি খুন ভরি মাঙ্গে সমানে সমানে রেখাকে টক্কর দিয়েছিলেন এই অভিনেত্রী তবে হঠাৎ তিনি কোথায় গেলেন ? হঠাৎ রুপোলি পর্দা থেকে সরে যাওয়ার আসল কারণ কী তাঁ ? ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
একটি সাক্ষাৎকারে সোনু ওয়ালিয়া জানিয়েছেন তাঁর ইন্ডাসট্রি থেকে হঠাৎ নিজেকে সরিয়ে নেওয়ার কারণ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/5
ওয়েবসাইট গ্ল্যামার সেশন সূত্রে পাওয়া খবরে সনু জানিয়েছেন তিনি খন ইন্ডাসট্রিতে এন্ট্রি নিয়েছিলেন তখন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, ফিরোজ খান নায়ক হিসাবে অবসরের পথে ৷ তাঁদের ছেড়ে জায়গা নিতে সবে শুরু করেছে খান ব্রিগেড ৷ তাঁর শারীরিক উচ্চতার থেকে কম হাইটের ছিলেন শাহরুখ, সলমন ও আমির খান ৷ সোনুর উচ্চতা ৫'৮" ৷ তবে এটি নিছকই একটি হাস্যরস ছাড়া আর কিছুই নয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
তবে কারণ যাই হোক না কেন তাঁর অল্প সময়েই তিনি বেশ ছাপ রেখে গিয়েছেন ৷ বলিউডের অন্যতম ছবি আকর্ষণের চুম্বনের দৃশ্য আজও খবরের শিরোনামে রয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/5
নিজের সমগ্র ফিল্ম কেরিয়ারের সব থেকে চর্চিত সিনেমা খুন ভরি মাঙ্গ ৷ এই ছবি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল ৷ ছবি সংগৃহীত ৷