Jawan Shah Rukh Khan: কোটি কোটি আয়! জওয়ান-এর পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক শাহরুখের সহ-অভিনেত্রী, কী হল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Jawan Shah Rukh Khan: 'জওয়ান'-এ লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন প্রিয়মণি। তবে ছবির পরিচালক আতলীর উপর বেজায় চটে অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক তিনি।
advertisement
1/6

বক্স অফিসে সব রেকর্ড ভেঙেছে 'জওয়ান'। বলিউডের সিংহাসনে যে শুধুই তাঁর আধিপত্য, তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন শাহরুখ খান। তবে শুধু বাদশাই নন, ছবিতে নজর কেড়েছে তাঁর 'গার্লস স্কোয়াড'ও। সেটিরই অন্যতম অংশ দক্ষিণের জনপ্রিয় প্রিয়মণি।
advertisement
2/6
'জওয়ান'-এ লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন প্রিয়মণি। তবে ছবির পরিচালক আতলীর উপর বেজায় চটে অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক তিনি।
advertisement
3/6
শোনা গিয়েছিল, 'জওয়ান'-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যেতে পারে দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়কে। অতীতে আতলীর সঙ্গে একাধিক কাজ করেছেন অভিনেতা। তাই এই গুঞ্জনকে সত্যি বলে ধরে নিতে বেশি সময় লাগেনি।
advertisement
4/6
ছবিতে বিজয়ের অভিনয়ের কথা শুনে উচ্ছ্বসিত ছিলেন প্রিয়মণি। আতলীকে অনুরোধ করেছিলেন, কিছু দৃশ্যে যাতে তাঁকে বিজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। পরিচালক নাকি প্রিয়মণির সেই আবদার মেনেও নেন।
advertisement
5/6
প্রিয়মণির স্বপ্নভঙ্গ হতে খুব বেশি সময় লাগেনি। তিনি জানতে পারেন, 'জওয়ান'-এ আদৌ অভিনয় করছেন না বিজয়। মজা করে তিনি বলেন, আতলী তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
advertisement
6/6
২০১৩ সালে 'চেন্নাই এক্সপ্রেস'-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন প্রিয়মণি। ঠিক ১০ বছর ফের একসঙ্গে পর্দায় এলেন তাঁরা। দু'জনের বন্ধুত্ব এখনও অমলিন।