আগেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। এ বছরও তার কাছে প্রস্তাব গিয়েছিল কিন্তু টলিউডের বুম্বা সেখানে সিনিয়রের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই দায়িত্ব থেকে বিরত থেকেছেন।
আরও পড়ুন: চলছে রাষ্ট্রপতি শাসন, অবশেষে মণিপুরে নতুন সরকার গঠন হবে? ২ বিজেপি নেতার যাত্রায় বড় ইঙ্গিত
advertisement
এবারের চলচ্চিত্র উৎসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটির রিস্টোর্ড ভার্সন দেখেছেন। যা দেখে তিনি এক কথায় আপ্লুত।
প্রসঙ্গত, রবিবার চলচ্চিত্র উৎসবে এসে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন তিনি ব্যক্তিগতভাবে ফেডারেশনের সঙ্গে আর আইনি সংঘাতে যাবেন না। চলচ্চিত্রের স্বার্থে যা ভুল বোঝাবুঝি তা ব্যক্তিগত আলাপ আলোচনার মধ্যে দিয়ে মীমাংসার পথ খুঁজবেন। ফেডারেশনের বিরুদ্ধে যে ১৩ জন পরিচালক হাইকোর্টে মামলা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
বিভিন্ন ইস্যু নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে বার বার সড়ক হয়েছিলেন পরমব্রত। অনির্বাণ ভট্টাচার্যদের সঙ্গে তাকে কোর্টে শুনানির সময়ও দেখা গিয়েছিল। এখন পরমব্রত বলছেন তিনি আর মামলা মোকদ্দমায় থাকবেন না। আলোচনার মধ্যে দিয়ে সুরাহার পথ খুঁজে নেবেন।
