Mouni Roy Wedding: Vicky-Katrina-র পরে বিয়ের তারিখ ফাঁস হল আরও এক তারকার, বহু পুরুষের মন ভেঙে বিয়ে করছেন মৌনি রায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Sushant Singh Rajput|Bollywood's latest News|Sushant Singh Rajput|Mouni Roy Wedding|Rajkumar rao Patralekha Wedding|Vicky Kaushal-Katrina Kaif's Wedding|Ankita Lokhande-Vicky Jain Wedding|Bollywood|Gossip: ফের বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই, আরও একটি হাই প্রোফাইল বিয়ের ধামাকা!
advertisement
1/11

রাজকুমার রাও (Rajkummar Rao) ও পত্রলেখা (Patralekha) , ভিকি কৌশল (Vicky Kaushal)-ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) পরে ফের বলিউডে বিয়ের সানাই বাজতে চলেছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/11
সুশান্ত সিং রাজপুতের (SushantSingh Rajput) প্রাক্তন বান্ধবী, পবিত্র রিস্তার (Pavitra Rishta Fame) অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhane) ও ভিকি জৈনের (Vicky Jain) বিয়েও হবে এরই মধ্যেই ৷ তবে এরই মাঝেই বড় খবর প্রকাশ্যে আসছে যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনি রায় (Mouni Roy Wedding) ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/11
হ্যাঁ, এবার পালা মৌনি রায়ের (Mouni Roy Wedding) ৷ বহু পুরুষের হৃদস্পন্দন মৌনি রায় এবার পুরুষদের মন ভাঙতে চলেছেন কেননা বিয়ের পিঁড়িতে বসছেন তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/11
টিভি থেকে বলিউডে এন্ট্রি নিয়েছেন একতা কাপুরের নাগিন মৌনি রায় (Ekta Kapoor's Nagin) ৷ বয়ফ্রেন্ড সুরজ নাম্বিয়ারের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মৌনি রায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/11
এই বিষয়ে মৌনি রায়ের বোন সম্প্রতি মুখ খুলেছেন ৷ মৌনি রায়ের বোনই তাঁদের বিয়ের প্ল্যান ফাঁস করেছেন ৷ ২৫, ২৬ জানুয়ারি বিয়ের সমস্ত রীতিনীতি অনুষ্ঠিত হবে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/11
নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে সর্বদা নীরব মৌনি রায় (Mouni Roy's Wedding) এখনও বিয়ে নিয়ে একটি শব্দও বিয়ে ব্যায় করেননি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/11
সূত্রের খবর এই বছরেই মৌনি রায়ের মা সূরজ নাম্বিয়ারের (Sooraj Nambier) পরিবাররে সঙ্গে দেখা করেন ৷ এটিও জানতে পারা গিয়েছে এই দেখা সাক্ষাৎ মন্দিরা বেদীর (Mandira Bedi) বাড়িতেই হয়েছিল ৷ সেই খানে ছিলেন মৌনি রায়ের ভাইও ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
8/11
মৌনি রায় ও মন্দিরা বেদী (Mandira Bedi) অত্যন্ত ভাল বন্ধু মাঝে মধ্যেই তাঁদের একে অপরের সঙ্গে দেখতে পাওয়া যায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
9/11
মৌনি রায় অভিনয় জগতে পা রেখেছিলেন জনপ্রিয় ধারাবাহিক কিঁউ কী সাস ভি কভি বহু থি-র (Kyun Ki Saas Bhi Kabhi Bahu Thi) মাধ্যমেই, তারপরে দেব কা দেব মহাদেব (Dev Ka Dev Mahadev), নাগিনে (Nagin) অভিনয় করেই সবার কাছের মানুষে পরিণত হয়েছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
10/11
মৌনি রায়ের অভিনয় দক্ষতাতেই কখন তিনি ড্রয়িংরুম থেকে সবার মনের মধ্যে জায়গা করেছেন তা বুঝতেই পারা যায়নি ৷ বলিউডেও পা রেখেছেন মৌনি রায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ছবি গোল্ডে অভিনয় করেছেন মৌনি রায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
11/11
এরপরে মেড ইন চায়না, ব্রহ্মাস্ত্রেও দেখতে পাওয়া যাবে এই বঙ্গসুন্দরীকে ৷ যেখানে তিনি অভিনয় করেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt), অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷