Hrithik Roshan Abhishek Sharma: ‘কহো না প্যায়ার হ্যায়’তে হৃত্বিক রোশনের সেই ভাইকে মনে আছে? বড় পর্দা থেকে দূরে কেন অভিষেক? কারণ জানলে মাথা ঘুরে যাবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Hrithik Roshan Abhishek Sharma: হৃত্বিকের ভাই-অমিত-এর চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা অভিষেক শর্মাকে। মনে পড়ে সেই চরিত্রটি? এখন কোথায় সে জানেন? বড় পর্দা থেকে দূরে কেন?
advertisement
1/9

সালটা ২০০০, মুক্তি পেয়েছিল 'কহো না প্যায়ার হ্যায়'। হৃত্বিক রোশনের ডেবিউ ফিল্ম এটি। ছবিতে হৃত্বিক-আমিশার রসায়নে মুগ্ধ ছিলেন সিনেপ্রেমীরা। ছবি ছিল ব্লকবাস্টার। সেসময় হৃত্বিকের পাশাপাশি নজর কেড়েছিল আরও এক খুদে অভিনেতা। হৃত্বিকের ভাই-অমিত-এর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যে চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অভিষেক শর্মা। মনে পড়ে সেই চরিত্রটি?
advertisement
2/9
'কহো না প্যায়ার হ্যায়' মুক্তির পর প্রায় দুই দশক পার হয়েছে। হৃত্বিক রোশনকে তো প্রায়দিনই দেখেন। তবে হৃত্বিকের ভাই অমিতের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, সেই শিশুশিল্পী অভিনেতা অভিষেক শর্মাকে এখন কেমন দেখতে? যদিও এখন তিনি আর শিশু নেই। এখন কী করেন অভিনেতা অভিষেক শর্মা?
advertisement
3/9
বলি অভিনেতা হৃতিক রোশনের প্রথম ছবিতে অভিনয় করেন। অভিনয় করেছেন সানি দেওলের সঙ্গেও। নব্বইয়ের দশকে শিশু অভিনেতা হিসাবে পরিচিতি গড়ে তোলেন। কিন্তু বর্তমানে বড় পর্দা থেকে দূরে সরে কী করছেন অভিষেক শর্মা?
advertisement
4/9
১৯৯৬ সালে বলি অভিনেতা মেহমুদের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দুশমন দুনিয়া কা’। এই ছবিতে মেহমুদের পাশাপাশি অভিনয় করেন জীতেন্দ্র। শিশু অভিনেতা হিসাবে এই ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান অভিষেক।
advertisement
5/9
হৃতিক রোশনের কেরিয়ারের প্রথম ছবি। রাকেশ রোশন পরিচালিত ‘কহো না… প্যার হে’ ছবিতে হৃতিকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন অভিষেক। ছবিটি হিট হওয়ার পর রাতারাতি বলিপাড়ায় জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
advertisement
6/9
২০০০ সালে আরও একটি হিন্দি ছবিতে অভিনয় করেন অভিষেক। ‘চ্যাম্পিয়ন’ ছবিতে সানি দেওলের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি।
advertisement
7/9
শিশু অভিনেতা হিসাবে জনপ্রিয় হলেও পড়াশোনার কারণে বলিপাড়া থেকে সরে যান অভিষেক। বহু বছর অভিনয়জগৎ থেকে বিরতি নেওয়ার পর আবার সেই ক্ষেত্রেই ফিরে যান তিনি। তবে এ বার তাঁকে দেখা যায় ছোট পর্দায়।
advertisement
8/9
‘মিলে যব হম তুম’ নামের হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু অভিষেকের। তার পর ‘ইয়ারো কা টশন’, ‘দিল দিয়া গল্লা’, ‘হিরো-গায়েব মোড অন’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
advertisement
9/9
২০২২ সালের অগস্ট মাসে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক। বহু দিন পর সমাজমাধ্যমে জীবনসঙ্গীর সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে সে কথা জানান তিনি। বর্তমানে ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন অভিষেক। সমাজমাধ্যমেও সক্রিয় থাকেন তিনি। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় এক লক্ষের বেশি অনুরাগী রয়েছে তাঁর।