Happy Birthday Arbaaz Khan: ৫৫ বছরের জন্মদিনে পরিবারের সঙ্গে ধুমধাম আরবাজের, দেখুন অন্দরের ছবি
- Published by:Raima Chakraborty
Last Updated:
ভাই সলমান খান, সোহেল খান, বাবা সেলিম খান ও পরিবারের অন্যদের সঙ্গে দারুণ ধুমধাম করে পার্টি করেছেন অভিনেতা-পরিচালক আরবাজ খান। (Happy Birthday Arbaaz Khan)
advertisement
1/8

বলিউডের অভিনেতা-পরিচালক-প্রযোজক আরবাজ খান বৃহস্পতিবার ৫৫ বছরে পা দিলেন। ভাই সলমান খান, সোহেল খান, বাবা সেলিম খান ও পরিবারের অন্যদের সঙ্গে দারুণ ধুমধাম করে পার্টি করেছেন অভিনেতা। (Happy Birthday Arbaaz Khan)
advertisement
2/8
পুরনো ছবিতে সলমান খানের সঙ্গে আরবাজ।
advertisement
3/8
তিন ভাই এক ফ্রেমে, পুরনো এক ছবিতে ধরা দিয়েছেন।
advertisement
4/8
বোন অর্পিতা ও তাঁর স্বামী আয়ূষ শর্মার সঙ্গে সলমান, আরবাজ ও সোহেল খান।
advertisement
5/8
ভারতীয় পতাকার রঙে সেজে তিন ভাই।
advertisement
6/8
সাইক্লিং করতে পছন্দ করেন তিন ভাই-ই।
advertisement
7/8
কফি উইথ করণের কাউচে তিন ভাই একসঙ্গে গিয়েছিলেন।
advertisement
8/8
বাবা সেলিম খানের সঙ্গে তিন ছেলের খুনসুটি।