Guess the Celebrity: বহু অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর! বাংলার এই মেয়ে এখন কাঁপাচ্ছে বলিউড, চিনতে পারছেন নায়িকাকে?
- Published by:Sayani Rana
Last Updated:
Guess the Celebrity: এই কিশোরীকে চিনতে পারছেন? ইনি বর্তমানে এই বঙ্গতনয়া বলিউডের অত্যন্ত পরিচিত মুখ, প্রথম সারির নায়িকা।
advertisement
1/10

সোনালী জামা মুখে একগাল হাসি। দেখে কি একটু চেনা চেনা লাগছে? কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক। (ছবি সৌজন্যে: Instagram: @bipashabasu)
advertisement
2/10
বলিউডের এই অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখে বেশ অভিনয়ের গুণে সকলের মনে জায়গা করে নেন। তবে তার আগে তিনি মডেলিং-এর সঙ্গে যুক্ত ছিলেন।
advertisement
3/10
তবে মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তাঁর প্রেম নিয়েই আলোচনার শেষ নেই। ৬ বার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি বিবাহিত, তাঁর একটি কন্যা সন্তানও রয়েছে।
advertisement
4/10
বুঝতে পারলেন কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে। তিনি হলেন বিপাশা বসু। তিনি বিখ্যাত মডেল এবং অভিনেতা মিলিন্দ সোমনের সঙ্গে কিছু সময়ের জন্য ডেট করেছিলেন, কিন্তু তাদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। (ছবি সৌজন্যে: Instagram: @bipashabasu)
advertisement
5/10
এর পরে, ২০২২ সালে, বিপাশা ডিনো মোরিয়ার সঙ্গে 'রাজ' ছবিতে কাজ করেছিলেন এবং তাঁদের ঘনিষ্ঠতা নিয়েও অনেক আলোচনা হয়েছিল। যদিও পরে বিচ্ছেদ হয়। (ছবি সৌজন্যে: Instagram: @bipashabasu)
advertisement
6/10
তাঁর ও জন আব্রাহামের প্রেমের গল্প সম্পর্ক নিয়েও চর্চা কম হয়নি। কিন্তু নানা কারণে তাঁদের ৯ বছরের সম্পর্ক ভেঙে যায়। (ছবি সৌজন্যে: Instagram: @bipashabasu)
advertisement
7/10
গুঞ্জন, বিপাশা জনকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু জন তা চাননি। বিপাশার সঙ্গে ব্রেকআপের পর জন, ২০১৪ সালে প্রিয়া রুঞ্চালকে বিয়ে করেন। (ছবি সৌজন্যে: Instagram: @bipashabasu)
advertisement
8/10
অন্যদিকে, জনের সঙ্গে ব্রেকআপের পর বিপাশার সঙ্গে দক্ষিণের তারকা রানা দাগ্গুবাতির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁর সঙ্গে যার সঙ্গে 'দম মারো দম' ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল। (ছবি সৌজন্যে: Instagram: @bipashabasu)
advertisement
9/10
বিপাশার সঙ্গে বলিউড অভিনেতা হারমান বাওয়েজার নামও জড়িয়েছিল, কিন্তু এই সম্পর্কেও পরিণতি পায়নি। (ছবি সৌজন্যে: Instagram: @bipashabasu)
advertisement
10/10
অবশেষে বিপাশার টিভি ও বলিউড তারকা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। বিপাশা এবং করণ ২০১৬ সালে বিয়ে করেন এবং ২০২২ সালে তাদের কন্যা দেবীর জন্ম হয়। (ছবি সৌজন্যে: Instagram: @bipashabasu)