advertisement
1/7

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ প্রেম পর্ব শেষ করে ছাদনতলায় দাঁড়ানোর তারিখ ফিক্সড করে ফেলেছেন ৷ File Photo
advertisement
2/7
হট-হ্যাপেনিং রণবীর সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাকটিভ ৷ তাঁর একটা পোস্ট মানেই মুহূর্তে লক্ষাধিক লাইক ৷ Photo Courtesy - Ranveer Singh/Instagram
advertisement
3/7
লোকের কথাকে কখনই বিশেষ আমল দেন না ৷ আর সেটাই তাঁর সবচেয়ে বড় ইউএসপি ৷ Photo Courtesy - Ranveer Singh/Instagram
advertisement
4/7
বাগদত্তাকে বিন্দাসভাবে ‘খলিবলি ’ ডান্স শেখান স্টেজে ৷ সেই ভিডিও পোস্ট করেন নিজের টাইম লাইনে ৷ Photo Courtesy - Ranveer Singh/Instagram
advertisement
5/7
পাশাপাশি নিজের টপলেস ছবিও পোস্ট করে ব্যাপক মজা পান তিনি ৷ Photo Courtesy - Ranveer Singh/Instagram
advertisement
6/7
বিয়ের খবরের গরম বাজারেই নিজের খুদে বয়সের একটা ছবি পোস্ট করেছেন রণবীর ৷ সাদা পাঞ্জাবি দুটি হাত ওপরে তোলা ৷ ট্যাগলাইনটিও ভারি চমৎকার ৷ একেবারে শিশুর মতো যে কাউকে পরোয়া করে না ৷ একেবারে নিজের জন্য প্রযোজ্য ৷ Photo Courtesy - Ranveer Singh/Instagram
advertisement
7/7
কেউ কেউ রণবীরের এই পোজকে বলছেন বর্তমানের প্রকাশ ৷ আসলে দীপিকার সঙ্গে বিয়েটা ঠিক হয়ে যাওয়ার পর এটাই নাকি তাঁর ন্যাচারাল প্রতিক্রিয়া ৷ আবার কেউ কেউ নিন্দুকরা ছবির মেঝেতে নজর দিয়েছেন ৷ যেখানে রণবীরের পায়ের কাছে জলের দাগ আছে৷ ফলে একাধিক নেটিজেনের প্রশ্ন এটা কি রণবীর মেঝেতে ‘হিসি’ বা সুসু করে ফেলেছেন ৷ Photo Courtesy - Ranveer Singh/Instagram