মালাইকা থেকে করিনা, শিল্পা থেকে রবিনা, ৪০ বছর পার করেও চাবুকের মত শরীরে আগুন ঝরাচ্ছেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
এখনও তাঁরা সুপারহিট সুপারহট বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নিতে পারেন
advertisement
1/5

মালাইকা আরোরা (Malaika Arora) বয়স ৪৭ বছর ৷ প্রথমে নাচ পরে রিয়্যালিটি শোয়ের বিচারক, নিজের যোগাসনের স্টুডিও ৷ স্টাইলে ও ফ্যাশানে কোনও ভাবেই পিছিয়ে নেই তিনি ৷ বলা যেতে পারে এই বয়সেও আগুন ছড়াচ্ছেন তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
দ্বিতীয় সন্তানের জন্মের পরে খানিকটা সময় কেটেও গিয়েছে ৷ সমস্ত সমালোচনা উড়িয়ে ৪০ বছর বয়সেও কাঁপাচ্ছেন বলিউডের বেবো ৷ সবার স্বপ্নের রানি, বহু পুরুষের রাতের ঘুম কেড়েছে কাপুর পরিবারের মেয়ে নবাব পরিবারের বউ করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স সুস্মিতা সেন (Sushmita Sen), সব সময়েই ফিট অ্যান্ড ফাইন থাকেন ৷ সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ড রোহমানের সঙ্গে ছবিগুলি বারেবারে প্রমাণ করে তিনি এখনও কতখানি সেক্সি ও ফিট ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
শিল্পা শেট্টি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) বয়স ৪৫ বছর ৷ এই বয়সেও বহু সুন্দরীকে দাঁড় করিয়ে তিনি গোল দিতে পারেন ৷ একের পর এক সুপারহিট ছবির দৌলতে আজও বলিউডের প্রথম সারির নায়িকার নাম নিতে হলে অবশ্যই শিল্পার নাম নিতে হয় ৷ বলিউডের গড়িয়া যিনি সবারই মন অনেকদিন আগেই চুরি করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
বলিউডের মস্ত মস্ত গার্ল রবিনা ট্যান্ডন (Raveena Tandon) ৪৬ বছর বয়সেও যাবতীয় সুন্দরীদের পিছনে ফেলেছেন ৷ তাঁর সৌন্দর্যই ব্যাখ্যা করে নতুন করে ভাতে অনুভব করতে ৷