TRENDING:

Happy Bday Jaya Bachchan পুত্রবধূ ঐশ্বর্যকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন শাশুড়ি জয়া, যা নিয়ে চর্চা আজও

Last Updated:
শাশুড়ি জয়ার সঙ্গে কেমন সম্পর্ক বৌমা ঐশ্বর্যের? এই নিয়ে নানা জল্পনা চলে৷
advertisement
1/7
পুত্রবধূ ঐশ্বর্যকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন শাশুড়ি জয়া, যা নিয়ে চর্চা আজও
•বলিউডের দাপুটে অভিনেত্রী জয়া বচ্চন ৭৩তে পা দিলেন৷ বলিউডে নিজের প্রতিভার প্রকাশে যত না সংগ্রাম ছিল তাঁর, বেশি লড়াই ছিল বচ্চনের স্ত্রী হিসেবে৷ কারণ বলিউড শাহেনশাহ এবং অত্যন্ত জনপ্রিয় নায়কের সংসারের হাল ছিল তাঁর হাতে৷ তাই তো পেশাগত জীবনে যেমন সফল জয়া, তেমনই পারিবারিক জীবনেও তিনি খুবই সফল৷ বচ্চন ঘরণী যেন এক আদর্শ স্ত্রী-মা এবং পরবর্তীতে শাশুড়ির যোগ্যতা অর্জন করেছেন৷
advertisement
2/7
•এরই সঙ্গে তিনি রাজনীতিবিদও৷ রাজ্যসভার সাংসদ তিনি৷ দীর্ঘকাল ধরে সামলাচ্ছেন এই কুর্সি৷ এখন তিনি বাংলায় এসেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে৷ বাংলা মেয়ে জয়াকে সাদরে গ্রহণ করছে সকলে৷ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কও খুবই মধুর৷
advertisement
3/7
•সংসারে তিনি সকলের চোখের মণি৷ অমিতাভ, অভিষেক, শ্বেতাকে নিয়ে তাঁর সংসার৷ এখন অবশ্য সেই সংসারে এসেছেন বৌমা ঐশ্বর্য৷ শাশুড়ি জয়ার সঙ্গে কেমন সম্পর্ক বৌমা ঐশ্বর্যের? এই নিয়ে নানা জল্পনা চলে৷ কখনও মনে হয় যে একই বাড়িতে দুই দাপুটে অভিনেত্রী শাশুড়ি-বৌমা হিসেবে থাকলে, সেই রসায়ন কখনওই সরল হতে পারে না৷ আবার একে অপরের প্রতি যে ভাবনা রয়েছে, তা শুনলে মনে হয় তাঁরা দু’জনে খুবই আন্তরিক৷
advertisement
4/7
•তবুও নানা জল্পনা চলতেই থাকে দু’জনের সম্পর্ক নিয়ে৷ তাই তো জয়ার জন্মদিনেও সেই জল্পনা পিছু ছাড়ল না৷ উঠে এল এমনই এক শাশুড়ি-বৌমা সম্পর্কের মজাদার গল্প!
advertisement
5/7
•একবার এক সাক্ষাৎকারে জয়াকে জিজ্ঞাসা করা হয় যে বৌমা হিসেবে কেমন ঐশ্বর্য? তিনি জানান যে বৌমা খুবই শান্ত, বুদ্ধিমতী এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে৷ সর্বোপরি তিনি খুব সুন্দর করে নিজের সংসার ও সন্তানকে সামলান৷ জানান জয়া৷ এবারই আসে আসল মজার বিষয়৷
advertisement
6/7
•তিনি বলেন যে, আরাধ্যাকে চোখে চোখে রাখেন ঐশ্বর্য৷ মা হিসেবে খুবই ভাল মানেন জয়াও৷ কিন্তু জয়া বলেন যে, আমার মাঝেমাঝে হাসি পায় আর মজা লাগে এটা ভেবে যে আরাধ্যা খুবই ভাগ্যবান একজন প্রাক্তন বিশ্ব সুন্দরীকে পেয়েছে তার সারাক্ষণের আয়া হিসেবে! এভাবে বৌমার সঙ্গে একটু ঠাট্টা করেন শাশুড়ি জয়া৷
advertisement
7/7
•জয়া বদমেজাজি, রাগী৷ এমন শোনা যায় তাঁর ব্যাপারে৷ তবে সংসারে যে তিনি খুবই আদুরে ও আন্তরিক তা বোঝা যায় স্বামী, সন্তান ও নাতি নাতনিদের সঙ্গে তাঁর সম্পর্কে দেখেই৷ এভাবেই হাসিখুশি থাকুন, আনন্দে থাকুন৷ জন্মদিনের শুভেচ্ছা আপনাকে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Happy Bday Jaya Bachchan পুত্রবধূ ঐশ্বর্যকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন শাশুড়ি জয়া, যা নিয়ে চর্চা আজও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল