advertisement
1/5

•• প্রেমে গোটা বিশ্ব ভরিয়ে তুলেছিলেন নিক ও প্রিয়াঙ্কা ৷ এ দেশ তো বটেই গোটা বিশ্ব তাকিয়ে ছিল পৃথিবী কাঁপানো এই দুই তারকার বিয়ের দিকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
•• শোনা যাচ্ছে জাস্ট ম্যারেড প্রিয়াঙ্কা-নিক ৷ প্রেম শেষ পর্যন্ত পরিণতি পেল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
•• যোধপুরের উমেদ ভবনে এলাহিভাবে বিয়ে হয়ে গেল নিকিয়াঙ্কার ৷ আজ খ্রিস্টান মতে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা ৷ আর তাঁদের এই বিয়েতে হাজির ছিলেন মাত্র আড়াইশো জন অতিথি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
•• যদিও সোশ্যাল মিডিয়া তাঁদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছে ৷ ইতিমধ্যেই আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রিয়াঙ্কা ও নিককে ফিচার করে একটি একটি ডিজিটাল কভার পোস্ট করেছে ৷ এর পাশাপাশি একটি ছোট্ট মিউজিক পিসের ভিডিও এসেছে সামনে ৷ রালফলরেনের তরফে ঘোষণা করা হয়েছিল যে, বিয়ের দিন প্রিয়াঙ্কা তাঁদের ডিজাইন করা গাউন পরবেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
•• এখনও অবধি তাঁদের বিয়ের কোনও ছবি সামনে আসেনি ৷ সেই ছবি দেখার অপেক্ষায় রয়েছে ভক্তকুল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷