TRENDING:

এই ৫ কারণেই দেখতে হবে সলমনের রেস থ্রি

Last Updated:
advertisement
1/6
এই ৫ কারণেই দেখতে হবে সলমনের রেস থ্রি
সলমন খানের ইদ রিলিজ মানেই ধামাকা ৷ আর রেস থ্রি এর ব্যতিক্রম নয়, তা প্রথম দিনের বক্স অফিসই বুঝিয়ে দিল ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলে ফেলেছে রেস থ্রি ৷ একদিকে ইদের ছুটি ও আরেকদিকে উইকএন্ড ৷ সলমনের রেস থ্রি যে কামাল দেখাবে তাতে সন্দেহ নেই ৷ তবুও কেন দেখবেন রেস থ্রি ? (Film Stills )
advertisement
2/6
সলমন খান যেখানে, বক্স অফিসে জোর সেখানেই ৷ একমাত্র সলমনের টিউবলাইট ছাড়া সলমনের প্রায় সব ছবিই ১০০ কোটি পার করেছে ৷ আর এবারও যে সেই একই ঘটনা ঘটবে, তা বলাই বাহুল্য ৷ এই ছবিতে সলমন একেবারেই অ্যাকশন প্যাকড ৷ রোমান্টিক হয়েও, অ্যাকশন হিরোর রূপেই রেস থ্রি জমাবেন সলমন ৷ গোটা ছবিতেই নয় শুধু, সলমনের এন্ট্রি দৃশ্যটি নাকি হতবাক করবে দর্শকদের৷ (Film Stills)
advertisement
3/6
কিক ছবির পর ফের একসঙ্গে জ্যাকলিন-সলমন জুটি ৷ ইতিমধ্যেই এই জুটির সেলফিস গান, ইউটিউবে দর্শক কেড়েছে ৷ তবে শুধুই প্রেম নয়, এই ছবিতে জ্যাকলিনের অ্যাকশন প্যাকড রূপও দর্শকদের মুগ্ধ করবে ৷ (Film Stills)
advertisement
4/6
বহুদিন পর ফের রুপোলি পর্দায় ববি দেওল ৷ নিজের লুককে একেবারে বদলে দিয়ে ববি এলেন নতুন অবতারে ৷ রেস থ্রি ছবির প্রাপ্তির তালিকায় ববি দেওল কিন্তু অবশ্যই রয়েছেন ৷ (Film Stills)
advertisement
5/6
বহুদিন পর ফের রুপোলি পর্দায় ববি দেওল ৷ নিজের লুককে একেবারে বদলে দিয়ে ববি এলেন নতুন অবতারে ৷ রেস থ্রি ছবির প্রাপ্তির তালিকায় ববি দেওল কিন্তু অবশ্যই রয়েছেন ৷ (Film Stills)
advertisement
6/6
ইতিমধ্যেই রেস থ্রি-র গান জনপ্রিয় হয়েছে ৷ বিশাল শর্মা, মিট ব্রাদার্স ও সলিম সুলেমানের মিউজিক কিন্তু মন কেড়েছে সবার ৷ (Film Stills)
বাংলা খবর/ছবি/বিনোদন/
এই ৫ কারণেই দেখতে হবে সলমনের রেস থ্রি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল