Shilpa Shetty: ফের আইনি বিপাকে শিল্পা শেট্টি, রেস্তরাঁর বিরুদ্ধে দায়ের FIR, আটক 'বাস্তিয়ান'-এর ম্যানেজার
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Shilpa Shetty: ফের আইনি বিতর্কে শিল্পা শেট্টি।এবার শিল্পার রেস্তরাঁর বিরুদ্ধে দায়ের হল FIR। আটক করা হল ‘বাস্তিয়ান’-এর ম্যানেজারকে।
advertisement
1/6

ফের আইনি বিতর্কে শিল্পা শেট্টি।এবার শিল্পার রেস্তরাঁর বিরুদ্ধে দায়ের হল FIR। আটক করা হল ‘বাস্তিয়ান’-এর ম্যানেজারকে।
advertisement
2/6
শিল্পা শেট্টির বাস্তিয়ানের বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশের তরফে FIR দায়ের করা হয়েছে।
advertisement
3/6
অভিযোগ, নির্ধারিত সময়ের পরও গভীর রাত পর্যন্ত সেই রেস্তরাঁ খোলা থাকছে।
advertisement
4/6
কেন বাস্তিয়ান কর্তৃপক্ষ গভীর রাত পর্যন্ত পার্টি করার অনুমতি দিল?
advertisement
5/6
সেই প্রেক্ষিতেই কর্ণাটকের পুলিশ আইনের ১০৩ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বেঙ্গালুরুতে।
advertisement
6/6
দিন কয়েক আগেই ‘বাস্তিয়ান পাবে’ বিল মেটানো নিয়ে বচসায় জড়িয়েছিলেন প্রাক্তন ‘বিগ বস’ জয়ী সত্য নাইডু।