Emraan Hashmi Ripped Biceps: সলমনের বিরুদ্ধে লড়বেন, বলিউডের কিসিংম্যান-কে চিনতে পারছেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
লাভার বয় তিনি। কিন্তু ইমরান হাশমির বাইসেপ-এর সাইজ দেখে অনেকেই অবাক।
advertisement
1/5

বলিউডে তিনি লাভার বয়, কিসিংম্যান হিসেবেই পরিচিত। সেই তিনিই কি না এমন শক্তপোক্ত শরীর গড়ে ফেলবেন কে জানত! ইমরান হাশমিকে তো চেনা দায়।
advertisement
2/5
রিপড বাইসেপস, সিক্স প্যাক গড়েছেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে কসরতের ধরণ, সবই বদলে ফেলেছেন ইমরান।
advertisement
3/5
টাইগার জিন্দা হ্যায়-এর সিকুয়েল-এ দেখা যাবে ইমরান হাশমিকে। ভিলেন-এর ভূমিকায়। সলমান খানের বিরুদ্ধে লড়বেন তিনি। আর তাই পেশিবহুল শরীর গড়ার প্রস্তুতি শুরু করেছেন।
advertisement
4/5
টাইগার-৩-এর জন্য ইমরান হাশমির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সিনেমায় একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে ইমরানকে।
advertisement
5/5
চেহরে সিনেমায় বিগ বি-র সঙ্গে দেখা যাবে ইমরান হাশমিকে। চেহেরে-তে রিয়া চক্রবর্তীকেও দেখা যাবে।