Nayanthara: শুধু অভিনয় নয়! নয়নতারার শিক্ষাগত যোগ্যতাও অবাক করা! পিছিয়ে নেই স্বামী বিঘ্নেশও
- Published by:Sayani Rana
Last Updated:
ডায়ানা মরিয়ম কুরিয়ান থেকে অভিনেত্রী হয়ে ওঠেন নয়নথারা। তার বাবা একজন বিমান বাহিনীর কর্মকর্তা হওয়া নয়নতারা দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন। কিন্তু স্বামী ভিঘ্নেশের শিক্ষাগত যোগ্যতা কী জানেন?
advertisement
1/10

কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে 'জওয়ান'। সেখানে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। অ্যাটলির পরিচালিত 'জওয়ান'-এর হাত ধরে তিনি এই প্রথম বলিউডে পা রাখলেন অভিনেত্রী।
advertisement
2/10
দক্ষিণী ইন্ড্রাস্টির সুপারস্টার নয়নতারার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। এই নয়নতারারই স্বামী হলেন ভিগনেশ সিভান। তিনিও চলচিত্র জগতের সঙ্গে যুক্ত।
advertisement
3/10
পরিচালক ভিঘ্নেশের সঙ্গে নয়নতারার সম্পর্ক শুরু হয় ‘নানুম রাউড়িধান’ ছবির সেটে, ২০১৫ সালে। তারপর সাত বছর চুটিয়ে প্রেম করেছেন এই তারকা দম্পতি। অবশেষে ২০২১ তাঁদের সম্পর্কে শীলমোহর দেন নয়নতারা। বর্তমানে তাঁদের দুটি সন্তান রয়েছে।
advertisement
4/10
ডায়ানা মরিয়ম কুরিয়ান থেকে অভিনেত্রী হয়ে ওঠেন নয়নথারা। তার বাবা একজন বিমান বাহিনীর কর্মকর্তা হওয়া নয়নতারা দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন। কিন্তু স্বামী ভিঘ্নেশের শিক্ষাগত যোগ্যতা কী জানেন?
advertisement
5/10
নয়নতারা মূলত গুজরাট, জামনগর এবং দিল্লির স্কুলে পড়াশোনা করেন। তিনি তিরুভাল্লার স্কুলেও পড়াশোনা করেছেন। তারপর মার্থোমা কলেজ থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন।
advertisement
6/10
কিন্তু ভিঘ্নেশের শৈশব চেন্নাইতেই কেটেছে। তার বাবা ছিলেন পুলিশ সুপার। মা ছিলেন থানার ইন্সপেক্টর।
advertisement
7/10
ভিঘ্নেশে সানথোম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এর পর তিনি ভানাভানি ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল, আইআইটি মাদ্রাজ-এ তার পড়াশোনা করেন।
advertisement
8/10
পড়াশোনা শেষ করে, সিনেমার জগতে পা রাখেন ভিঘ্নেশ, তাঁর একের পর এক কাজ দিয়ে সকলে তাঁকে চিনতে শুরু করে।
advertisement
9/10
২০২২ চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে নয়নতারার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভিঘ্নেশ। বিয়েতে উপস্থিত ছিলেন রজনীকান্ত থেকে শুরু করে শাহরুখ খানের মতো তারকারা।
advertisement
10/10
২০২২ সালের অক্টোবর মাসে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম হয়।